COVID-19

Viral: নেচে-গেয়ে কোভিড রোগীদের উৎসাহ জোগাচ্ছেন চিকিৎসকেরা, দেখুন ভিডিয়ো

পিপিই কিট পরা অবস্থাতেই নেচে-গেয়ে মাতিয়ে তুললেন বেঙ্গালুরুর দিশা হাসপাতালের কোভিড ওয়ার্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৪:৩৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোভিড ১৯ ভাইরাস শুধু শরীরে বাসা বাঁধে না, তারা বাসা বাঁধে মনেও। আর মন ভাল না থাকলে কি সেরে ওঠা যায়! তাই ক্লান্তি লুকিয়ে নাচে-গানে রোগীদের মন ভাল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেঙ্গালুরুর এক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য কর্মীরা।

Advertisement

পিপিই কিট পরা অবস্থাতেই নেচে-গেয়ে মাতিয়ে তুললেন বেঙ্গালুরুর দিশা হাসপাতালের কোভিড ওয়ার্ড। সম্প্রতি এমনই এক মনকাড়া ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মিলে ৭-৮ জনের একটি দল, যাঁদের আপাদমস্তক পিপিই কিটে ঢাকা হাসপাতালের কোভিড ওয়ার্ডে প্রবেশ করেন এবং আচমকাই তারা নাচতে নাচতে এগিয়ে চলেন। দু’পাশে সারি দিয়ে রাখা শয্যায় চিকিৎসাধীন অসংখ্য রোগী। দলটি কখনও কোনও রোগীর শয্যার সামনে পৌঁছে তাঁকে নাচতে উদ্যত করে, কখনও আবার কোনও রোগীকে শয্যা থেকে নামিয়ে আনেন নাচার জন্য। মুখে অক্সিজেন কনসেন্ট্রেটর লাগানো অবস্থাতেই অনেক রোগী বিছানায় বসেই তাঁদের সঙ্গ দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement