Viral Video

ফুটবলে হেড দিয়ে গোল করছে হরিণ! দেখেছেন আগে?

হরিণের দৌড় তো অনেক দেখেছেন। কিন্তু সেই হরিণ ফুটবল খেলছে— এমন দৃশ্য এর আগে কখনও দেখেছেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১১:২০
Share:

ফুটবল খেলছে হরিণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হরিণের দৌড় তো অনেক দেখেছেন। কিন্তু সেই হরিণ ফুটবল খেলছে— এমন দৃশ্য এর আগে কখনও দেখেছেন? সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানে একটি হরিণকে দেখা যাচ্ছে শিং দিয়ে ফুটবল গোলে ঢোকাতে। সেই ভাইরাল ভিডিয়ো দেখে পুলকিত নেটিজেনরা।

Advertisement

হরিণের ফুটবল খেলার ভিডিয়ো সম্প্রতি টুইটারে আপলোড করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘বিপক্ষে কেউ না থাকলেও লক্ষ্যপূরণ করা সব সময়ই আনন্দের।’’ সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় দশ হাজারের বেশি টুইটার ইউজার।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাথা দিয়ে দু’তিন বার গুঁতো মেরে গোলের সামনে ফুটবলকে এগিয়ে আনল হরিণটি। তার পর আর এক ঢুঁসোয় জালে জড়িয়ে দিল বল। বল জালে জড়াতেই মাঠের পাশে ছুটতে শুরু করল সে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ‘গেরুয়া’ হামলায় রক্তাক্ত জেএনইউ

আরও পড়ুন: বিরোধীরা এককাট্টা, কৌশলী বিজেপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement