Cow

গরুর ফুটবল প্রেম দেখলে অবাক হবেন আপনিও!

হঠাৎ ঢুকে পড়ল একটি গরু। তার পর শুরু হল ফুটবল নিয়ে তার কেরামতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১৫:৪৪
Share:

ফুটবল খেলছে গরু। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

আপনি যদি ভেবে থাকেন আপনার পোষ্য সারমেয়টিই শুধু বল নিয়ে ছুটতে পারে, তাহলে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো হয়ত আপনার এখনও দেখা হয়ে ওঠেনি। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মাঠের মধ্যে ফুটবল খেলছে কয়েক জন ছেলে। সেখানে হঠাৎ ঢুকে পড়ল একটি গরু। তার পর শুরু হল ফুটবল নিয়ে তার কেরামতি।

Advertisement

মাঠে ঢুকে ফুটবল নিয়ে দাঁড়িয়েই আছে সে। ছেলেরা বলটি নিতে এলেই শিং উঁচিয়ে তাড়িয়ে যাচ্ছে তাঁদের দিকে। মাঝে মধ্যে পায়ে করে ঠেলে দিচ্ছে বলটিকে। তার পর আবার দৌড়ে চলে যাচ্ছে বলের কাছে। এই সবেরই মধ্যে ছেলেরা এক বার বল কাড়তে পেরেছিল গরুটির পা থেকে। তখন তারা গরুটির মাথার উপর দিয়ে বল নিয়ে মজায় মেতেছিল। কিন্তু অনেকক্ষণ বল না পেয়ে গরুটি ক্ষেপে গিয়ে তাড়া করে তাঁদের। তারপরই ভয়ে গরুটিকে বল ছেড়ে দেয় এই ছেলেরা।

গরুর এই ফুটবল নিয়ে কেরামতি ঘটেছে ভারতেই। জানা গিয়েছে, গোয়ার কাছেই কোনও এক জায়গায় সম্প্রতি ঘটেছে ঘটনাটি। দেখুন গরুর ফুটবল খেলার সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: পড়াশোনায় ভাল কেন তুই! মাদক খাইয়ে বোনকে গণধর্ষণ তুতো দাদাদের

আরও পড়ুন: বন্দুক দেখিয়ে বাড়ির গ্যারাজ থেকে লুঠ দম্পতিকে, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement