Viral Video

ভিড় সরাতে ব্যবহৃত লাঠি স্যানিটাইজ করছে পুলিশ

সেই জন্য নিজেদের ব্যবহৃত লাঠিও জীবাণুমুক্ত করছেন পুলিশকর্মীরা।

Advertisement

সংবাদ সংস্থা   

চণ্ডীগড় শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৭:০০
Share:

লাঠি জীবাণুমুক্ত করছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউন। দেশবাসী সেই লকডাউন যাতে যথাযথ ভাবে পালন করেন সে জন্য রাস্তায় নেমেছে পুলিশ। অযথা ভিড় দেখলেই লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করছেন তাঁরা। কিন্তু এ সব কাজ করতে গেলে নিজেদের তো আগে সুস্থ রাখতে হবে। সেই জন্য নিজেদের ব্যবহৃত লাঠিও জীবাণুমুক্ত করছেন পুলিশকর্মীরা।

Advertisement

আইপিএস পঙ্কজ নইন নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘পুরোদমে চলছে প্রস্তুতি।’’ সেখানে দেখা যাচ্ছে, পুলিশের ব্যবহৃত বেশ কয়েকটি লাঠি। এক পুলিশকর্মী স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করছেন সেই লাঠিগুলিকে।

মঙ্গলবার আপলোড করলেও বুধবার দুপুরে হঠাৎই ওই ভিডিয়ো সরিয়ে নেওয়া হয় টুইটার থেকে। এর কারণ অবশ্য জানা সম্ভব হয়নি।

Advertisement

করোনা মোকাবিলায় পঞ্জাব পুলিশ কী কী ব্যবস্থা নিচ্ছে সেই ঘটনার বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে নিয়মিত পোস্ট করেছেন ওই আইপিএস অফিসার। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ৫৬২, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৮ হাজার: করোনা আপডেট

আরও পড়ুন: করোনা প্রতিরোধী হাইড্রক্সি ক্লোরোকুইনের রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement