Rickshaw

তিনতলা থেকে নীচে পড়েও অক্ষত শিশু! দেখুন ভিডিয়ো

অত উঁচু থেকে পড়লেও মারাত্মক কোনও চোট লাগেনি বাচ্চাটির।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৮:১০
Share:

তিন তলা থেকে শিশু পড়ে যাওয়ার প্রতীকী চিত্র। অলঙ্করণে তিয়াসা দাস।

ঘিঞ্জি রাস্তা। তাই রিকশা হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। আচমকাই তাঁর রিকশার সিটের উপর কিছু একটা এসে পড়ে উপর থেকে। দেখা যায়, একটি শিশু! তাকে তুলতে যাওয়ার আগেই সেখানে আসেন কয়েক জন। জানা যায়, তাঁরা শিশুটির বাবা-মা।

Advertisement

সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজের অংশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য। ঘটনাটি সম্প্রতি ঘটেছে মধ্যপ্রদেশের টিকামগড়ে। সংবাদ সংস্থাকে শিশুটির বাবা আশিস জৈন জানিয়েছেন, তিনতলায় পরিবারের অন্যদের সঙ্গে খেলা করছিল শিশুটি। খেলতে খেলতে ভারসাম্য হারিয়ে রেলিং টপকে থেকে পড়ে যায় সে।

কিন্তু অত উঁচু থেকে পড়লেও মারাত্মক কোনও চোট লাগেনি বাচ্চাটির। কারণ তিনতলা থেকে সে সরাসরি পড়েছিল রিকশার সিটের উপরে। ঘটনার পর বাচ্চাটিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে বলে জানিয়েছেন তার বাবা।

Advertisement

আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে ইনদওরের পাঁচতলা হোটেল! হতাহতের কোনও খবর নেই

আরও পড়ুন: ‘বিজেপির সবচেয়ে সৎ মানুষ’, ইভিএম নিয়ে হরিয়ানার বিধায়কের বিতর্কিত মন্তব্যে খোঁচা রাহুলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement