Chennai

বাসের ছাদে চেপে ‘বাস ডে’ সেলিব্রেট! তারপর...

গত সোমবার ‘বাস ডে’ পালন করছিলেন চেন্নাইয়ের পাচাইয়াপ্পা কলেজের এক দল ছাত্র। কিন্তু তা করতে গিয়ে তাঁদের যা অবস্থা হল সেই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা 

চেন্নাই শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ১১:২৩
Share:

এ ভাবেই বাস ডে পালন করছিল চেন্নাইয়ের ছাত্ররা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

বাসের চালক ও কন্ডাকটরদের নিয়মিত পরিষেবার জন্য আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। সময়ে গন্তব্যে পৌঁছনোর পিছনে তাঁদের ভূমিকাও কম কিছু নয়। তাই তাঁদের ধন্যবাদ জানাতে গত সোমবার ‘বাস ডে’ পালন করছিলেন চেন্নাইয়ের পাচাইয়াপ্পা কলেজের এক দল ছাত্র। কিন্তু তা করতে গিয়ে তাঁদের যা অবস্থা হল সেই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Advertisement

‘বাস ডে’ পালনের জন্য নিজেদের কলেজের রুটের একটি বাসের ছাদে উঠে বসেছিলেন ছাত্ররা। বাসের ছাদে উঠে চিৎকার করতে করতে যাচ্ছিলেন তাঁরা। বাসের ছাদে এতজন থাকায় আস্তেই বাস চালাচ্ছিলেন চালক। হঠাৎই বাসের সামনে চলে আসে একটি মোটরবাইক। দুর্ঘটনা এড়াতে ব্রেক কষেন চালক। টাল সামলাতে না পেরে বাসের ছাদ থেকে রাস্তায় হুড়মুড়িয়ে পড়ে যান ছাত্ররা।

এই ঘটনার ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ঘটনার পর এ ভাবে নিয়ম ভেঙে বাসে চড়ার জন্য ২৪ জন ছাত্রকে আটকও করে পুলিশ। এই ঘটনার পর এ ভাবে ঝুঁকিপূর্ণ সেলিব্রেশনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চেন্নাই পুলিশ।

Advertisement

দেখুন বাস ডে সেলিব্রেশন করতে গিয়ে কী হাল হয়েছিল-

আরও পড়ুন: আবর্জনাস্তুপে পড়ে থাকা কন্যা সন্তানকে দত্তক নিলেন সাংবাদিক দম্পতি

আরও পড়ুন: রাস্তায় তর্কাতর্কি থেকে হিংসা, টেম্পো ড্রাইভারের ছুরির আঘাতে আহত পুলিশকর্মী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement