Viral Video

বৃদ্ধাকে আক্রমণ খ্যাপা ষাঁড়ের, গুঁতো খেয়েও দিদিমাকে বাঁচাল নাতি

ষাঁড়ের আক্রমণের ঘটনায় আহত হয়েছেন তিন জন। দিদিমাকে বাঁচাতে গিয়ে ছেলেটিও আহত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৪:৩৮
Share:

বৃদ্ধাকে দেখেই দৌড়ে এসে গুঁতো মারল ষাঁড়টি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গলির মধ্যে এক বৃদ্ধাকে আক্রমণ করেছে খ্যাপা ষাঁড়। গুঁতো মেরে ফেলে দিয়েছে মাটিতে। তাঁকে বাঁচাতে এসে ষাঁড়ের রোষের মধ্যে পড়তে হয়েছে ছোট্ট নাতিকেও। তা অগ্রাহ্য করেই দিদিমাকে বাঁচিয়েছে সে। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড়ে। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ষাঁড়ের আক্রমণের ঘটনায় আহত হয়েছেন তিন জন। দিদিমাকে বাঁচাতে গিয়ে ছেলেটিও আহত হয়েছে বলে জানা গিয়েছে।

এএনআই-এর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, গলি দিয়ে হেঁটে আসছেন বৃদ্ধা মহিলা। গলিতেই একটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল ষাঁড়টি। বৃদ্ধাকে দেখেই দৌড়ে এসে গুঁতো মারল ষাঁড়টি। সেই ধাক্কায় ছিটকে পড়লেন বৃদ্ধা। পড়ে রইলেন মাটিতে। দূর থেকে তাঁর নাতি ছুটে আসতে গেল সেখানে। দিদিমার কাছে পৌঁছনোর আগেই তাকেও ধাক্কা মারল ষাঁড়টি। সেও পড়ে গেল মাটিতে।

Advertisement

গুঁতো সহ্য করেই ছোট ছেলেটি আবার উঠল। দিদিমাকে তুলে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করল। তখনই ফের তাঁদের দু’জনকে এক সঙ্গে গুঁতো মেরে আবার মাটিতে ফেলে দিল খ্যাপা ষাঁড়টি। ততক্ষণে আরও কয়েক জন এসেছেন সেখানে। তাঁরা কেউ লাঠি নিয়ে তাড়ানোর চেষ্টা করছেন ষাঁড়টিকে। কিন্তু সে কিছুতেই নড়ছে না। আর এক জন নাতি ও দিদিমাকে উঠতে সাহায্য করছেন। ওই ব্যক্তিরর সহায়তাতেই দিদিমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল নাতি। দেখুন সেই ঘটনার ভিডিয়ো—

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement