নেতার মুখে কালি লাগিয়ে পরানো হয়েছে জুতোর মালা। অলঙ্করণে তিয়াসা দাস।
বহুজন সমাজবাদী পার্টির দুই নেতার মুখে কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো হল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। বিএসপি পার্টি অফিসের সামনেই। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুসারে, বিএসপি কর্মীদের একাংশ ওই দুই নেতার কাজকর্মে ক্ষুব্ধ হয়ে তাঁদের এ ভাবে হেনস্থা করেছেন। ওই দুই নেতার নাম রামজি গৌতম ও সীতারাম। এর মধ্যে রামজি বিএসপি-র জাতীয় কোঅর্ডিনেটর ও সীতারাম রাজস্থানের প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁদের দু’জনের বিরুদ্ধে নির্বাচনের সময় টিকিট বিক্রির অভিযোগ এনেছেন সমর্থকরা। সংবাদসংস্থার খবর অনুসারে, তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপেরও অভিযোগও উঠেছে।
নিজের দলের নেতাদের হেনস্থা হতে দেখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তবে এই ঘটনার প্রেক্ষিতে করা তাঁর টুইটে অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। মঙ্গলবার টুইটে তিনি লিখেছেন, ‘‘কংগ্রেস দল প্রথমে রাজস্থানের বিএসপি বিধায়কদের ভাঙিয়েছিল। এখন আন্দোলনে আঘাত করতে দলের প্রবীণ নেতাদের উপর হামলা করাচ্ছে। এটা খুব লজ্জাজনক। অম্বেডকরবাদী আন্দোলনের বিরুদ্ধে কংগ্রেসের সেই ভুলের পুনরাবৃত্তি। মানুষ এর যোগ্য জবাব দেবে।’’
আরও পড়ুন: অভিজিতের কৃতিত্বে গর্বিত ভারত, নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাতের পর বললেন মোদী
আরও পড়ুন: ট্রাফিক পুলিশের সঙ্গে বাস চালকের ঝামেলার ভিডিয়ো ভাইরাল!