Viral Video

সম্বর নয় চা দিয়ে ইডলি খাওয়ায় মেতেছে নেটদুনিয়া! দেখুন ভিডিয়ো

একজন রেডিট ইউজার ইডলি, বড়া খাওয়ার ভিডিয়ো তাঁর অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন। তার পরই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:২১
Share:

চা দিয়ে খাওয়া হচ্ছে ইডলি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অদ্ভুত অদ্ভুত খাবারের রেসিপি সোশ্যাল মিডিয়া মাতিয়েছে ২০১৯ জুড়ে। কখনও ম্যাগির পায়েস তো কখনও কুড়কুড়ের মিল্কশেক। বছরেরও শেষেও ফের নেটদুনিয়া মাতল পরিচিত খাবারে একটু নতুন ভাবে খাওয়ার পদ্ধতিতে। একজন রেডিট ইউজার ইডলি, বড়া খাওয়ার ভিডিয়ো তাঁর অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন। তার পরই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সেখানে ইডলি, বড়া সম্বর ও চাটনি দিয়ে খাওয়া হচ্ছে না। বদলে সেগুলি বিস্কুটের মতো চায়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছেন ওই ব্যক্তি। নতুন নতুন ভারতে এসে চা দিয়ে ইডলিতেই মজেছেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘আমি ভারতে নতুন। আশা করি আমি ঠিকই খাচ্ছি।’

সেই ভিডিয়োতে হরেক মন্তব্যও করেছেন নেটিজেনরা। কেউ এ ভাবেও ইডলি খেতে আগ্রহ প্রকাশ করেছেন। তো কেউ আবার বলেছেন, চা ইডলির মধ্যে ঢেলে নিয়ে ভাল হত। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: মধ্যপ্রদেশে উদ্ধার লাল স্যান্ড বোয়া সাপের দাম জানেন?

আরও পড়ুন: প্রেমিকের বাড়িতে স্ত্রীকে হাতে নাতে ধরলেন স্বামী! তার পর?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement