Rhino

চোরাশিকারীদের হাতে মৃত মাকে জাগাতে গন্ডার শাবকের আকুতিতে নেটিজেনদের চোখে জল

মায়ের গায়ে মুখ ঠেকিয়ে খোঁচা মারতে থাকে, যাতে মা উঠে পড়ে। এই ছবি চোখে জল এনেছে সবারই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ১৩:৩৯
Share:

মৃত মাকে ডাকছে বাচ্চা রাইনো। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

চোরাশিকারীরা হত্যা করেছে মা-কে। তার নিথর দেহ পড়ে রয়েছে জঙ্গলে। মাকে এ রকম ভাবে পড়ে থাকতে দেখে চিন্তায় আকুল ছোট্ট গন্ডার। কোনও সাড়া না পেয়ে মায়ের আশেপাশে বার কয়েক ঘুরে বেড়ায় সে। তার পর মায়ের গায়ে মুখ ঠেকিয়ে খোঁচা মারতে থাকে, যাতে মা উঠে পড়ে। এই ছবি চোখে জল এনেছে সবারই।

Advertisement

চোরাশিকারীর হাতে অনাথ হওয়া গন্ডারের এই ভাবে মৃত মাকে ওঠানোর চেষ্টার এই ভিডিয়ো মঙ্গলবার বিকেলে টুইটারে শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার প্রবীণ কাসওয়ান। তার পরই ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়োটি শেয়ার করে ওই অফিসার লিখেছেন, ‘চোরাশিকারের ছবি। বাচ্চা গন্ডার ওঠানোর চেষ্টা করছে তার মাকে, যার প্রাণ শিংয়ের জন্য চলে গিয়েছে চোরাশিকারীদের হাতে।’

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মায়ের দেহ থেকে দুধ খাওয়ার চেষ্টা করছে শাবক। মানুষের লোভের কাছে প্রাণীদের অসহায়তার এই সব দৃশ্য মন ভার করেছে নেটিজেনদের। অভিনেত্রী স্বরা ভাস্বরও ভিডিয়োটি শেয়ার করেছেন কান্নার ইমোজি দিয়ে।

Advertisement

ঘটনাটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকার একটি ন্যাশনাল পার্কে। একটি ব্রিটিশ সংবাদপত্রের খবর অনুসারে, ওই বাচ্চা রাইনোটিকে প্রাণীদের ‘অনাথ আশ্রমে’ রাখা হয়েছে। সেখানে তার নাম রাখা হয়েছে চার্লট। দেখুন সেই ভিডিয়ো-

আরও পডুন: আছড়ে পড়তে পারে সাড়ে চার মিটার উঁচু ঢেউ, জলমগ্ন মুম্বইয়ে বিপর্যস্ত জনজীবন, মৃত্যু ৩৮ জনের

আরও পডুন: গরুর ফুটবল প্রেম দেখলে অবাক হবেন আপনিও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement