ড্রেনে পড়ে যাওয়া বাচ্চাকে তুলছেন মা হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ কেটে ফেলছে বন। তার জেরে বন্য প্রাণীরা পড়ছে সমস্যায়। তারা মাঝে মধ্যেই চলে আসছে লোকালয়ে। আর লোকালয়ে এসে কংক্রিটের ফাঁদে পড়ে তাঁদের জীবন কী রকম ওষ্ঠাগত হয়ে পড়ছে তাঁর নমুনা দেখা গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন পাসোয়ান সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়ে কী অবস্থা হয়েছে একটি বাচ্চা হাতির।
লোকালয়ে ঢুকে একটি নর্দমায় মধ্যে পড়ে যায় হাতির বাচ্চাটি। সেখানে এমন ভাবে আটকে গিয়েছিল যে ওঠার ক্ষমতা ছিল না। তখন মা হাতি এসে শুঁড়ে করে বাচ্চাটিকে তোলার চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই পারছিল না। শেষে কোনও ক্রমে বাচ্চাকে তুলতে সমর্থ হয় মা হাতিটি। তার পর তারা চলে যায় রাস্তার পাশের জঙ্গলের দিকে।
এই ভিডিয়ো ভাইরাল হতেই বন্যপ্রাণীদের বাসস্থান নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। তবে কবে, কোথায় এই ঘটনা ঘটেছে সে সম্পর্কিত তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: স্কুলের পড়ুয়াদের পুনর্মিলনে বৃদ্ধাদের নাচ দেখে মোহিত নেটিজেনরা
আরও পড়ুন: কাশ্মীরের থমথমে রাস্তায় খুদেদের সঙ্গে ক্রিকেট খেলছেন জওয়ান! দেখুন ভিডিয়ো