Anand Mahindra

‘ভাগ্যিস ইমরান খান আমার ইতিহাস বা ভূগোলের স্যর ছিলেন না!’

কিন্তু পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে এ রকম কথা কেন বললেন ভারতীয় এই ব্যবসায়ী?

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ১৭:১৮
Share:

আনন্দ মহীন্দ্রা ও ইমরান খান। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে রসিকতা করতে সিদ্ধহস্ত মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা। প্রায়শই তিনি বিভিন্ন ছবি ও ভিডিয়ো শেয়ার করে মজা করেন।

Advertisement

আনন্দ মহীন্দ্রা নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে গত রবিবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বক্তৃতা করছেন। সেই ভিডিয়ো শেয়ার করে মহীন্দ্রা লিখেছেন, ‘‘এই ভদ্রলোক আমার ইতিহাস বা ভূগোলের শিক্ষক ছিলেন না। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’’ কিন্তু পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে এ রকম কথা কেন বললেন ভারতীয় এই ব্যবসায়ী?

মহীন্দ্রার শেয়ার করা ভিডিয়োতে ইমরান খানকে বলতে শোনা যাচ্ছে, জার্মানি ও জাপান নিজেদের মধ্যে সীমান্ত ভাগ করে নেয়। শুধু তাই নয়, দু’দেশের অর্থনেতিক স্বার্থ মিলিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে ওই দু’দেশের সম্পর্ক আরও মজবুত করেছে বলে দাবি করেন ইমরান। তাঁর মুখে এ কথা শুনে টুইটারে এমনটা লিখেছেন আনন্দ মহীন্দ্রা।

Advertisement

জাপান পূর্ব এশিয়ার দেশ। আর জার্মানি পশ্চিম ইউরোপের। তাই অবস্থান অনুসারে ওই দুই দেশের মধ্যে সীমান্ত থাকা অসম্ভব। তাই ইমরানের ভিডিয়ো মহীন্দ্রা শেয়ার করার পরই ভাইরাল হয়েছে। পাক প্রধানমন্ত্রীর ওই ‘বক্তব্য’ নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: স্কুলের পড়ুয়াদের পুনর্মিলনে বৃদ্ধাদের নাচ দেখে মোহিত নেটিজেনরা

আরও পড়ুন: শোকের মধ্যে হাতসাফাই! জেটলির শেষকৃত্যে বাবুল সুপ্রিয়-সহ ১১ জনের মোবাইল চুরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement