Anand Mahindra

কী কবিতা বললেন ইনি, যাতে মুগ্ধ হলেন আনন্দ মহীন্দ্রা?

তিনি এক ব্যক্তির পার্কে দাঁড়িয়ে কবিতা বলার ভিডিয়ো শেয়ার করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৫
Share:

এই ব্যক্তির কবিতাতেই মুগ্ধ আনন্দ মহীন্দ্রা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় ভারতীয় শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রায়শই শেয়ার করেন বিভিন্ন ঘটনার ভিডিয়ো। সম্প্রতি তিনি এক ব্যক্তির পার্কে দাঁড়িয়ে কবিতা বলার ভিডিয়ো শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৯০ হাজারেরও বেশি বার।

Advertisement

সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘এই ব্যক্তিকে আমি চিনি না। নিউ ইয়র্ক বা লন্ডনের পার্কে হাঁটতে হাঁটতে এ রকম কবিতা শুনতে পেলে, ভারতের কথা মনে পড়ে যায়।’’

সেই ভিডিয়োতে নিজের পোষ্যের সঙ্গে দেখা যাচ্ছে এক ভারতীয় ব্যক্তিকে। তিনি পোষ্যকে নিয়ে ঘুরতে এসেছেন পার্কে। সেখানে এসে উপস্থিত ব্যক্তিদের শোনাচ্ছেন কবিতা। তাঁর কবিতা শুনে হাততালি দিয়ে ওই ব্যক্তিকে উৎসাহিত করছেন সেখানে উপস্থিত মানুষ। হিন্দিতে বলা সেই কবিতায় উঠে এসেছে জীবন, জীবনের লক্ষ্য ও ভালবাসা সম্পর্কিত উপলব্ধি। শুনুন সেই কবিতা—

Advertisement

আরও পড়ুন: করোনার কবল থেকে মেয়েদের বাঁচাতে তাঁবু বানালেন মা, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মাঝ কোর্ট থেকে জালে একের পর এক বল, দেখুন বাস্কেটবল খেলোয়াড়দের কামাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement