Viral Video

এত সরু সিঁড়ি বেয়ে হাতির ওঠা চমকে দেবে আপনাকে!

ওই সরু সিঁড়ি দিয়ে কী ভাবে হাতিটি উপরে উঠল সে ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।  

Advertisement

সংবাদ সংস্থা    

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৮
Share:

সিঁড়ি দিয়ে উঠছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বনের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে রাস্তা পেরচ্ছে হাতি। কিন্তু রাস্তার পাশের খাল থেকে বনে যেতে রয়েছে একটি উঁচু ঢিবি। ভীষণ সরু একটি সিঁড়ি বেয়ে ওঠা যেতে পারে সেই ঢিবিতে। খাল থেকে ঢিবিতে ওঠার জন্য ওই সিঁড়িকেই বেছেছিল হাতিটি। ওই সরু সিঁড়ি দিয়ে কী ভাবে হাতিটি উপরে উঠল সে ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কায়ওয়ান সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখেছেন ৪০ হাজার ইউজার। হাতির এই কাণ্ড পছন্দ হয়েছে তিন হাজারের কাছাকাছি নেটাগরিকের।

সেখানে দেখা যাচ্ছে, কোনও উপায় না দেখে সরু সিঁড়ির বেয়েই কষ্ট করে উপরে উঠল হাতিটি। উপরে উঠে সে ফিরে তাকিয়ে রইল রাস্তার দিকে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিবেকানন্দ উচ্চারণে ভুল! প্রস্তুতি কম, নাকি অবজ্ঞা?

আরও পড়ুন: আশ্রমে গাঁধী নয়, লিখলেন মোদীর নাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement