Viral Video

ক্ষুধার লকডাউন! কুকুরদের সঙ্গেই রাস্তায় পড়ে থাকা দুধ খাচ্ছেন মানুষ

তাঁদের একাংশের মতে, এই ভিডিয়ো তুলে ধরছে ভারতে গরিব মানুষের অবস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৩:২১
Share:

আগরার রাস্তায় পড়ে থাকা দুধ। ছবি টুইটার থেকে নেওয়া।

করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বেড়েছে ৩ মে পর্যন্ত। লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি হৃদয় বিদারক ভিডিয়ো দেখে নেটাগরিকদের মন বিষণ্ণ। তাঁদের একাংশের মতে, এই ভিডিয়ো তুলে ধরছে ভারতে গরিব মানুষের অবস্থা।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাকা রাস্তার উপর পড়ে রয়েছে প্রচুর দুধ। তিন-চারটে রাস্তার কুকুর চেটে খাচ্ছে সেই দুধ। তাদেরই পাশে বসে রাস্তা থেকে সেই পড়ে যাওয়া দুধ তুলছেন এক গরিব ব্যক্তি। হাতে করে তা তুলে একটি মাটির পাত্রে রাখছেন তিনি।

ঘটনাটি সম্প্রতি ঘটেছে উত্তরপ্রদেশের আগরাতে। সেখাকার রামবাগ চৌরাহাতে একটি গোয়ালার বাইক অ্যাক্সিডেন্ট করে পাত্র থেকে দুধ পড়ে যায় মাটিতে। তার পরই ওই ঘটনা ঘটেছে। সে সময় সেখানে উপস্থিত দু’জন ব্যক্তি ঘটনার ভিডিয়ো করেছিলেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ন: লকডাউনে ড্রোনে করে পানমশলা সরবরাহ, আটক দুই

আরও পড়ন: শ্রমিক-মজুরের জন্য প্যাকেজ কোথায়, প্রশ্ন বিরোধীদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement