জন্মদিনের কেক নিয়ে গেল বাঁদরে। ছবি: টুইটার থেকে নেওয়া।
ভারতের বিভিন্ন জায়গাতেই হনুমান, বাঁদরের উত্পাতে প্রায়ই সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষ থেকে পর্যটকদের। কখনও তারা খাবার চুরি করে পালাচ্ছে, তো কখনও দামি জিনিসপত্র নিয়ে। তবে খাবার চুরির ঘটনাই বেশি দেখা যায়। মাঝে মধ্যে তা ক্যামেরাবন্দিও হয়। কিন্তু কখনও জন্মদিনের কেক নিয়ে পালাতে দেখেছেন কোনও বাঁদরকে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন একটি ভিডিয়োতে একটি বাঁদরকে জন্মদিনের কেক নিয়ে পালাতে দেখা গেল।
একেই বলে সুযোগের সদ্ব্যবহার। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি জঙ্গল এলাকা, যেখানে পাশ দিয়ে একটি নদীও বয়ে যাচ্ছে। সেখানেই একটি উঁচু পাথরের উপরএকটি কেক রেখে কাটছেন এক ব্যক্তি। আর আশপাশে থাকা লোক জন তাঁর জন্য ‘হ্যাপি বার্থডে’ গাইছেন।
এতক্ষণ ফ্রেমেই ছিল না এই ‘নাটকের মুখ্য অভিনেতা’। যখন বার্থডে বয় কেক কেটে একটি টুকরো সবে মাত্র প্রিয়জনকে খাওয়াতে গিয়েছেন, মঞ্চে নেমে আসে বাঁদরটি।দু’ জনের মাঝখান দিয়ে এসে সোজা কেক-এ হামলা এবং ছিনতাই।
আরও পড়ুন: বিজ্ঞাপনের হাত থেকে মানুষকে অবকাশ দিতে অভিনব আইডিয়া বিজ্ঞাপন সংস্থার
বাঁদরটি বার্থডে কেক নিয়ে এক দৌড়েসোজা একটি গাছে উঠে পড়ে। রে রে করে ওঠেন সবাই। কিন্তু কিছু করার নেই, ততক্ষণে তাঁদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে বাঁদরটি। নিজেদের এই পরিস্থিতি দেখে বার্থডে বয়-সহ সেখানে উপস্থিত সকলে হাসাহাসি শুরু করেন।
আরও পড়ুন: মলদ্বীপে সৈকতের ধারে বিকিনিতে আগুন ঝরাচ্ছেন হিনা খান
২১ সেকেন্ডের ভিডিয়োটি ১৭ ডিসেম্বর পোস্ট হয়েছে। এটি কোন জায়গার ঘটনা তা টুইটে উল্লেখ করা হয়নি। তবে এমন একটি ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। এখনও পর্যন্ত সেটি প্রায় তিন লাখ ৭০ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক ও শেয়ারও।
দেখুন সেই ভিডিয়ো: