Maharashtra

পাঁচিল থেকে পরীক্ষার্থীদের টুকলি সরবরাহ, ভিডিয়ো ভাইরাল

সে সময় সেখানে দশম শ্রেণির পরীক্ষা চলছিল।

Advertisement

সংবাদ সংস্থা   

মুম্বই শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৭:০৫
Share:

পাঁচিলে উঠে টুকলি সাপ্লাই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুলের ভিতর চলছে চলছে দশম শ্রেণির পরীক্ষা। স্কুলের পাঁচিলের পাশে দাঁড়িয়ে রয়েছে আট-দশ জন যুবক। তাঁরা ওই পাঁচিলের উপর উঠছে, আর কাগজের টুকরো ছুড়ে দিচ্ছে জানলা দিয়ে। এ ভাবে বেশ কয়েকটি ঘরে প্রচুর কাগজ ছুড়ল তারা। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ারই বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

মহারাষ্ট্রের মহাগাঁও-এর জেলা পরিষদ স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। সে সময় সেখানে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার্থীদেরই পাঁচিল থেকে টুকলি সরবরাহ করছিল ওই দলটি।

বিষয়টি নিয়ে ওই স্কুলের পরীক্ষা কেন্দ্র নিয়ামক এএস চৌধরী বলেছেন, ‘‘আমাদের স্কুলের পাঁচিল অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাই পুলিশকে আমরা বলেছি নিরাপত্তা বাড়াতে।’’ পরিচ্ছন্ন পরীক্ষা করাতে তাঁরা যে প্রতিজ্ঞাবদ্ধ সে কথাও জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: স্ত্রীকে খুনের অভিযোগে খাটতে হয়েছিল জেল, সাত বছর পর খোঁজ মিলল ‘মৃত’ স্ত্রীর!

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী বলবেন, অমিত কে জানিই না!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement