ট্রেনের চাকায় জড়িয়ে রয়েছে কিং কোবরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনের চাকায় পেঁচিয়ে রয়েছে প্রায় ১০ ফুটের কিং কোবরা! রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও বনবিভাগের কর্মীদের যৌথ উদ্যোগে চাকায় জড়িয়ে থাকা সেই সাপটিকে বার করা হয়। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন পিএম ঢাকাতে নামের এক ব্যক্তি। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের চাকার মধ্যে পেঁচিয়ে ঘাপটি মেরে রয়েছে সাপটি। বন বিভাগের দু’জন অফিসার অসাধারণ কৌশলে বার করে আনেন সেই কিং কোবরাকে। তার পর সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের জঙ্গলে।
পিএম ঢাকাতে নামের ওই টুইটার ব্যবহারকারীর দেওয়া তথ্য অনুসারে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কাঠগোদাম স্টেশনে। দেখুন সেই ভিডিয়ো—
ক’দিন আগেই এ রকম ঘটনা ঘটেছিল একটি বিমানে। সেখানে বিমানের লাগেজ বক্স থেকে উদ্ধার করা হয়েছিল একটি পাইথনকে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে কালই আস্থাভোট, গোপন ব্যালট নয়, হবে সরাসরি সম্প্রচার, রায় সুপ্রিম কোর্টের
আরও পড়ুন: আস্থাভোটের রণকৌশল ঠিক করতে তৎপরতা, রাত ন’টায় বৈঠকে বসছে বিজেপি