প্রতীকী চিত্র।
মুম্বই দেশের মধ্যে সব থেকে ভুলোমনা শহর। আর সেই তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে কলকাতাও। এই তালিকা প্রকাশ করেছে অনলাইন ক্যাব সার্ভিস উবর। আর ভুলে যাওয়ারএই তালিকাতেও রয়েছে চমক। তালিকায় মোবাইল, ছাতা, ঝাঁটার পাশাপাশি রয়েছে বাঁধানো দাঁতের মতো সামগ্রীও। সপ্তাহের কোন দিন, দিনের কোন সময় মানুষ সব থেকে বেশি ভুলে যান সেই তথ্যও দিয়েছে উবর।
উবরের সাইটে ১২ মার্চ ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স ২০২০’-এর ভারতের তালিকা প্রকাশ পেয়েছে। ভারত ছাড়াও আমেরিকা সহ কয়েকটি দেশের উপর এই তালিকা প্রকাশ করা হয়েছে।উবর ক্যাবে চড়ার পর যে সব সামগ্রী যাত্রীরা ভুলে ফেলে রেখে গিয়েছেন, সেই তথ্য নিয়ে এই ইনডেক্স তৈরি করা হয়েছে।
উবরের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে মোবাইল ফোন সব থেকে বেশি হারান যাত্রীরা।প্রথম দশটি জিনিসের তালিকায় এরপর রয়েছে, ক্যামেরা, ব্যাগ, ওয়ালেট, চাবি, জামাকাপড়, ছাতা, জলের বোতল, হেডফোন এবং চশমা।
আরও পড়ুন: বিয়ের প্রথম রাতের আগেই স্বামীর মোবাইলে এল স্ত্রীর পর্ন ভিডিয়ো ক্লিপ!
হারানোর ক্ষেত্রে অদ্ভুত জিনিসের তালিকায় সবার উপরে রয়েছে নকল দাঁত। তারপর প্রথম ২০-র তালিকায় জায়গা করে নিয়েছে, আম, মিশেল ওবাবামার স্মৃতিকথা ‘বিকামিং’ বই, পরীক্ষার নোট, ওষুধের প্রেসক্রিপশন, টেডি বেয়ার, মিলিটারি জুতো, রান্নার তাওয়া, বেলুন, ফেসিয়াল মেকআপ কিট, ১টি ব্ল্যাঙ্কেট ও ২টি বালিসের সেট, ডেটলের বোতল, একটি গোলাপ, ঝাঁটা, সাফারি স্যুট, এসি রিমোট, হাতে আঁকা ছবি, ইঞ্জেকশন সহ রবফের বাক্স, টাম্বোলা গেম, বাচ্চাদের ট্রাই সাইকেল।
আরও পড়ুন মুম্বইয়ের করোনা পরিস্থিতি নিয়ে মজা করে ক্ষমা চাইলেন দিব্যাঙ্কা
গত বছর কোনও একটি দিনের নিরিখে সব থেকে বেশি জিনিস হারিয়েছিল ৩ অগস্ট। উবরের তথ্য বলছে, সাধারণত মানুষ বৃহস্পতি ও শুক্রবার সব থেকে বেশি জিনিস ছেড়ে যান ট্যাক্সিতে। আর সারা দিনের মধ্যে ভারতে দুপুর একটা থেকে তিনটের মধ্যে মানুষ সব থেকে বেশি ভুলোমনা হয়ে পড়েন বলেও দেখা গিয়েছে।
শনিবার ও রবিবার মানুষ অন্যান্য জিনিসের তুলনায় গিটার সব থেকে বেশি হারান। আর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সব থেকে বেশি হারান লাঞ্চ বক্স।
সব থেকে ভুলোমনা ১০ শহরের তালিকায় প্রথমেই রয়েছে বাণিজ্যনগরী মুম্বই, তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তালিকায় এর পর রয়েছে ইলাহাবাদ বা প্রয়াগরাজ্য, তারপর পরেই চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এরপর রয়েছে বেঙ্গালুরু, কানপুর, ম্যাঙ্গালোর, আগ্রা, বারানসি, পটনা।