Telangana

দু’টি ছাগলকে গ্রেফতার করল পুলিশ! কেন জানেন?

সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। তাদের পালক এক হাজার টাকা জরিমানা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় ওই ছাগল দু’টিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৯
Share:

এই দু’টি ছাগলকেই গ্রেফতার করেছিল পুলিশ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

তেলঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহর। সেখানকার পুলিশ গত মঙ্গলবার ‘গ্রেফতার’ করেছে দু’টি ছাগলকে। ‘তেলঙ্গানাকু হরিতা হারাম’ প্রকল্পে লাগানো গাছের চারা খেয়ে নিয়েছে ওই দুই ছাগল। সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। তাদের পালক এক হাজার টাকা জরিমানা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় ওই ছাগল দু’টিকে।

Advertisement

‘সেভ দ্য ট্রিজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হুজুরাবাদ পৌরসভা এলাকায় ৯৮০ গাছের চারা লাগিয়েছিল। অভিযোগ, তার মধ্যে প্রায় ২৫০ গাছ খেয়ে ফেলেছে ওই দু’টি ছাগল। ওই ছাগল দু’টি বেশ কিছুদিন ধরেই এই কাজ করে বেড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সেই চারা গাছ খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ওই দুই ছাগল।

এর পর থানায় ডেকে পাঠানো হয় ওই দুই ছাগলের পালক রাজাইয়াকে। এক হাজার জরিমানা দিয়ে তিনি ছাড়িয়ে নিয়ে যান নিজের পোষ্যদের। পুলিশ রাজাইয়াকে বলেছে, হয় ছাগলকে শহরের বাইরে ঘোরাতে নিয়ে যেতে বা ঘরেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে।

Advertisement

আরও পড়ুন: আটা না পাথরখণ্ড! অদ্ভুত এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিল প্রশাসন

আরও পড়ুন: স্কুলেই যৌনতায় লিপ্ত শিক্ষক! হাতেনাতে ধরে গণপিটুনি দিল গ্রামবাসীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement