Mumbai

জল ঢুকে ইঞ্জিন বন্ধ, মুম্বইয়ে গাড়ির স্বয়ংক্রিয় দরজা আটকে মৃত্যু দুই বন্ধুর

ইঞ্জিনে জল ঢুকে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। আর চালু করা যায়নি। গাড়ি স্টার্ট না হওয়ার ফলে স্বয়ংক্রিয় দরজাও আটকে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ২১:৪০
Share:

প্রতীকী চিত্র

অতিরিক্ত বৃষ্টির মধ্যে মুম্বইয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হল। উত্তর মুম্বইয়ে সোমবার রাতে বৃষ্টিতে একটি গাড়ি আটকে যায়। তাতেই ছিলেন ওই দুই ব্যক্তি। জল ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে স্বয়ংক্রিয় দরজাও আর খোলা যায়নি। গাড়ির মধ্যেই আটকে মৃত্যু হয় দু’জনের।

Advertisement

ইরফান খান (৩৭) ও গুলশন শেখ (৩৮) সোমবার রাতে বাড়ি ফিরছিলেন। উত্তর মুম্বইয়ের মালাডে একটি আন্ডারপাসে জমে থাকা জলের গভীরতা বুঝতে পারেননি তাঁরা। ভেবেছিলেন, জল ঠেলে বেরিয়ে যাবেন। কিন্তু ইঞ্জিনে জল ঢুকে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। আর চালু করা যায়নি। গাড়ি স্টার্ট না হওয়ার ফলে স্বয়ংক্রিয় দরজাও আটকে যায়।

এই ক’দিনের বন্যায় শুধু মুম্বইয়েই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। সোমবার যা বৃষ্টি হয়েছে তা ২০০৫-এর পর থেকে একদিনে সর্বাধিক। আগামী শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার মুম্বই ও সংলগ্ন এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে সবাইকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন : হেলমেট ছাড়া বাইকে শাহরুখ, সতর্কবার্তা দিলেন সচিন

আরও পড়ুন : মামাভাত খেল সুদীপার ছেলে আদিদেভ

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মহারাষ্ট্র সরকার কেবল জরুরি পরিষেবাগুলিই চালু রেখেছে। বেসরকারি সংস্থাগুলি তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement