অধিশ্রীর সঙ্গে সেন্ট্রাল হলে স্মৃতি ইরানি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
নিয়মিত পোস্টের মাধ্যমে নেটিজেনদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার তিনি একটি বাচ্চার সঙ্গে ছবি পোস্ট করেছেন। তার পরই স্মৃতির পাশাপাশি ও ওই বাচ্চা মেয়েটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে নেটদুনিয়া।
বুধবারের পোস্ট করা ছবিটি তোলা হয়েছে সংসদের সেন্ট্রাল হলে। আর ছবিতে দেখতে পাওয়া বাচ্চা মেয়েটির নাম অধিশ্রী। তার ইচ্ছা বড় হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার। সে চায়, তার হয়ে প্রচার করুক স্মৃতি ইরানি। আর সেই কাজ করতে কেন্দ্রীয় নারীকল্যাণ মন্ত্রীকে রাজি করিয়ে ফেলেছে সে।
ছবি পোস্ট করে কেন্দ্রীয় বস্ত্র ও নারীকল্যাণ মন্ত্রী লিখেছেন, ‘অধিশ্রী মানের সঙ্গে দেখা করলাম আজ। ও ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে চায়। ওর প্রধানমন্ত্রিত্বের প্রচারের জন্য আমার অংশগ্রহণ নিশ্চিত করেছে সে।’
আরও পড়ুন: ট্রেনিং সম্পূর্ণ হওয়ার আনন্দে নাচছেন মহিলা পুলিশ কর্মীরা, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ৩২ কিলো দুধ দিয়ে পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড সরস্বতীর! দেখুন ভিডিয়ো—