এই দুটি কলার দাম ৪৪২ টাকা চাওয়া হয়েছিল। ছবি: টুইটার থেকে নেওয়া।
রাহুল বোসকে কলা বেচে এখন দুঃস্বপ্ন দেখছে চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেল। অভিনেতা রাহুল বোসের কাছে দু’টি কলার জন্য তারা ৪৪২ টাকার বিল পাঠায়। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানার নোটিস ধরিয়েছে কর বিভাগ।
শুটিংয়ের কাজে চণ্ডীগড়ে যান অভিনেতা রাহুল বোস। সেখানে একটি পাঁচ তারা হোটেলে ওঠেন তিনি। ২২ জুলাই তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেখানে তিনি দেখান, দু’টি কলা অর্ডার করেছিলেন। তাঁর জিম থেকে রুমে পৌঁছনোর আগেই দু’টি কলার সঙ্গে কলার বিল পৌঁছে যায়। দু’টি কলার জন্য জিএসটি-সহ ৪৪২ টাকা চাওয়া হয়।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার সঙ্গে মজা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ তো বটেই,ব্র্যান্ডেড টুইটার হ্যান্ডলও এই রসিকতায় সামিল হয়েছিল।
আরও পড়ুন : প্লেট থেকে লাফিয়ে পালাচ্ছে কাটা মাংস, ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন : মুঠোয় ধরা ডিম, ঘুসিতে ইট ভাঙলেও ভাঙছে না ডিম!
চণ্ডীগড়ের আবগারিও কর বিভাগের আধিকারিকরা শনিবার ওই হোটেলে যান। হোটেল থেকে ওই কলা বিক্রি সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেন তাঁরা। কলার মতো কর বিহীন দ্রব্যে জিএসটি বসানোর জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেলের তরফে এখনও গোটা বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পরের দিনই চণ্ডীগড় থেকে অমৃতসর চলে যান রাহুল বোস।