পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল ওড়িশার এই বৃদ্ধার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ওড়িশার গঞ্জামের বাসিন্দা নায়ক কুমারী। জন্ম থেকে তাঁর দু’পায়ের পাতায় ২০টি আঙুল! হাতে রয়েছে ১২টি। এ জন্য গ্রামের লোক তাঁকে ‘ডাইনি’ বলে ডাকে। বর্তমানে ৬৫ বছরের ওই বৃদ্ধা একঘরে অবস্থায় নিজের বাড়িতেই ‘বন্দি’।
সংবাদমাধ্যমে ওই বৃদ্ধা বলেছেন, ‘‘আমি এই আঙুলগুলো নিয়েই জন্মেছি। আমার পরিবার খুব গরিব ছিল। তাই এর কোনও চিকিৎসা হয় কি না তা জানি না। গ্রামের সবাই আমাকে ডাইনি বলে। আমার কাছ থেকে দূরে থাকুন।’’ ওই বৃদ্ধা আরও জানিয়েছেন, কেউ তাঁর সঙ্গে কথা বলে না। নানা ভাবে তাঁর উপর অত্যাচারও করা হয়। দিনের বেশির ভাগ সময় তাই তিনি ঘরে ‘বন্দি’ থাকেন।
তবে প্রতিবেশীদের সকলেই এমন নন। নায়ক কুমারীর এক প্রতিবেশী যেমন বলেছেন, ‘‘আমাদের এই ছোট গ্রামের অধিকাংশ মানুষই কুসংস্কারগ্রস্ত। সে কারণেই ওই বৃদ্ধার সঙ্গে এমন আচরণ করা হয়।’’
আরও পড়ুন: ট্রেনের চাকায় পেঁচিয়ে রয়েছে ১০ ফুটের কিং কোবরা! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: সংবিধান দিবসে মহারাষ্ট্র নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের