Viral Video

একটি সাপ বনাম চারটি বিড়াল! এই লড়াইয়ের ভিডিয়ো এখন ভাইরাল

এ ভাবেই রবিবার জমে উঠেছিল সাপ-বিড়ালের দ্বৈরথ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩০
Share:

সাপকে ঘিরে আছে চারটি সাপ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির উঠোনে ঢুকে পড়েছে সাপ। আকারে ছোট হলেও সাপটি বিষধর। আর সেই সাপকে দেখেই ঘিরে ধরেছে সেখানকার চারটি বিড়াল। বিড়ালদের আক্রমণ থেকে বাঁচতে নিজের ফণা তুলেই দাঁড়িয়ে আছে সাপটি। অন্যদিকে বিড়ালগুলিও সাপটিকে আক্রমণের চেষ্টা করছে, কিন্তু কাছে যাচ্ছে না। এ ভাবেই রবিবার জমে উঠেছিল সাপ-বিড়ালের দ্বৈরথ। আর সেখানকার মানুষজন শুরু করে দিয়েছেন ওই ঘটনার ভিডিয়ো করতে।

Advertisement

‘বাইপাস রোড’ ছবির শুটিংয়ের জন্য গতকাল সেখানে গিয়েছিলেন অভিনেতা নীল নিতিন মুকেশ। তিনিও সেই ঘটনার ভিডিয়ো করে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বাইপাস রোডের শুটিংয়ের জন্য গিয়েছিলাম। গাড়ি থেকে নেমেই এটা দেখলাম।’

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাপটিকে ঘিরে থাকতে থাকতে একটি বিড়াল হঠাৎ সাপের উপর থাবা মারল। সঙ্গে সঙ্গে ফণা তুলে লাফিয়ে উঠল সাপটি। তা দেখে সরে গেল সেই বিড়ালটিও। এর পর টবের আড়ালে চলে গেল সাপটি। রণে ভঙ্গ দিল ওই বিড়ালের দলও। ওই সাপটিকে উদ্ধারের জন্য ওয়াইল্ড লাইফ অফিসারদের খবর দেওয়া হয়েছিল বলে নিজের পোস্টের কমেন্টে জানিয়েছেন নীল।

Advertisement

Earlier in the day. Went for the BGM with @naman.n.mukesh for #BypassRoad , got down of the car and saw this.

A post shared by Neil Nitin Mukesh (@neilnitinmukesh) on

আরও পড়ুন: পোশাক ফতোয়া! হাঁটুর নীচ অবধি কুর্তি না পরলে কলেজে প্রবেশে বাধা

আরও পড়ুন: নিজেদের দেহ দিয়ে ব্রিজ বানিয়ে খাবারের সন্ধানে যাচ্ছে পিঁপড়ের দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement