নয়াদিল্লিতে ‘পিরিয়ড ফিস্ট’। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
মহিলাদের পিরিয়ড বা ঋতুচক্র নিয়ে সমাজের বিভিন্ন মহলে ভ্রান্ত ধারণার শেষ নেই। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ঘটা ঘটনা নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। ঋতু যে সাধারণই একটি জৈবিক প্রক্রিয়া, তা নিয়ে প্রচারের জন্য অভিনব উদ্যোগ নিল দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি তাঁরা উদ্যাপন করলেন ‘পিরিয়ড ফিস্ট’। সেই ফিস্টে ঋতুকালীন অবস্থাতেই ২৮ জন মহিলা প্রায় ৫০০ জন লোকের রান্না করলেন। সেই অনুষ্ঠানের ট্যাগলাইন, ‘ঋতুকালীন মহিলা হিসাবে গর্বিত’।
ছাত্রীরা ঋতুমতী কিনা জানতে গুজরাতের ভুজের একটি কলেজের হস্টেল কর্তৃপক্ষ অন্তর্বাস খুলে দেখার ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক ধর্মগুরু পিরিয়়ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই ধর্মগুরু মন্তব্য করেন, ‘‘ঋতুকালীন অবস্থায় যে সব মহিলা স্বামীর জন্য রান্না করেন, তাঁরা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন!’’ এর পরই মন্তব্যের প্রতিবাদে মুখর হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
ওই বক্তব্যের প্রতিবাদ করেই এই পিরিয়ড ফিস্টের আয়োজন করা হয়েছে জানিয়েছেন ‘সাচ্চি সহেলি’ সংস্থার প্রধান সুরভি সিংহ। তিনি বলেছেন, ‘‘ওই কুরুচিকর মন্তব্যের জবাব দিতেই আমরা এই আয়োজন করেছি। ঋতুকালীন মেয়েদের রান্না খেয়েও যে পরিবর্তন হয় না, তা দেখাতেই এই আয়োজন।’’ এই আয়োজনে উপস্থিত ছিলেন দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া।
আরও পড়ুন: বিবেকানন্দ উচ্চারণে ভুল! প্রস্তুতি কম, নাকি অবজ্ঞা?
আরও পড়ুন: আশ্রমে গাঁধী নয়, লিখলেন মোদীর নাম