অফিসারকে স্যালুট সেনার বাহিনীর ল্যাব্রাডরের। ছবি টুইটার থেকে সংগৃহীত।
পুলিশ বাহিনী হোক বা মিলিটারি। অপরাধী সনাক্তকরণে বা বিভিন্ন তদন্তে কুকুর তাঁদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠে। পাশাপাশি পুলিশ বিভাগের প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন সৌজন্যমূলক অঙ্গিভঙ্গিতে পারদর্শী হয়ে ওঠে তারা। সেনাবাহিনীর ল্যাব্রাডর প্রজাতির একটি কুকুর স্যালুট করে অভিবাদন জানিয়েছে বাহিনীর উচ্চপদস্থ অফিসারকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই সারমেয়কে নিয়ে মেতেছে নেটদুনিয়া।
লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোঁ নিজের টুইটার হ্যান্ডল থেকে শনিবার শেয়ার করেছেন সেই ছবি। তা শেয়ার করে ল্যাব্রাডর সম্পর্কে লিখেছেন, ‘স্যালুট জানানো বন্ধু এক সময়ে অনেককে প্রাণে বাঁচিয়েছে।’
সেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের ল্যাব্রাডরটি সামনের দু’পা উপরে তুলে স্যালুট জানাচ্ছে সামনে থাকা এক অফিসারকে। অফিসারও স্যালুট ফিরিয়ে দিচ্ছেন ওই সারমেয়কে। এই ছবি দেখে কেউ বলছেন, ‘দু্র্লভ মুহূর্ত।’ তো কেউ বলেছেন, ‘একে অপরের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন দুই যোদ্ধা।’
আরও পড়ুন: জামিয়ার পাশে অন্য ক্যাম্পাসও, জোরালো হচ্ছে আন্দোলন
আরও পড়ুন: ‘যারা আগুন লাগাচ্ছে, পোশাক দেখেই তাদের চেনা যাচ্ছে’, বিতর্কিত মন্তব্য মোদীর