Viral

মাস্ক কোথায়? প্রশ্ন তুলে ভাইরাল পাঁচ বছরের শিশুই এখন পুলিশি প্রচারের মুখ

দরিদ্র পরিবারের সন্তান অমিত রোজগারের জন্য বেলুন বিক্রি করে। ধর্মশালার বাজারে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করা টাকা তুলে দেয় মা বাবার হাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৯:১৪
Share:

ছবি: ফেসবুক

সে বারবার পর্যটকদের প্রশ্ন করছিল, ‘‘তোমাদের মাস্ক কোথায়?’’ ধর্মশালার বাজার অঞ্চলে সেই শিশুর ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। অমিত নামে ৫ বছরের শিশুটি করোনা বিধি মেনে চলার জন্য আবেদন করছিল সাধারণ মানুষকে। তাই এ বার তাকেই স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে করোনা স্বাস্থ্যবিধি প্রচারের মুখ করে তোলা হল। অমিত এখন প্রশাসনের ‘ম্যাসকট’।

Advertisement

তার উদাহরণ তুলে ধরেই সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আবেদন জানাবে প্রশাসন।

দরিদ্র পরিবারের সন্তান অমিত রোজগারের জন্য বেলুন বিক্রি করে। ধর্মশালার বাজারে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করা টাকা তুলে দেয় মা বাবার হাতে।

Advertisement

একদিন সে পথচারীদের মধ্যে দাঁড়িয়ে বলতে শুরু করে ‘‘তোমাদের মাস্ক কোথা? মাস্ক ছাড়া ঘুরছো কেন?’’ সেই ঘটনার ভিডিয়ো করেন একজন। মুহূর্তে ভাইরাল হয় সেটি। বড়দের নিয়ম মেনে চলতে বলে সে রাতারাতি নেটমাধ্যমে জনপ্রিয়তম শিশু হয়ে ওঠে।

পায়ে জুতো নেই। ধুলো মাখা জামা। তবু মানুষকে সতর্ক করার দায়িত্ব সে পালন করছে। এতেই নজর কেড়েছে অনেকের। তাকে নিয়ে গিয়ে পুলিশকর্মীরা উপহার দিয়েছেন একটি পাহাড়ি টুপি ও পানীয়।

যাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেই অভয় কারকি জানিয়েছেন, অনেকেই জামাকাপড় দিয়ে সাহায্য করেছেন শিশুটিকে। কেউ কেউ আর্থিক ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিন্তু অমিতের মা বাবা এখন শহরের বাইরে। তাঁরা ফিরলে তাঁদের সঙ্গে কথা বলে শিশুটির শিক্ষা ও ভবিষ্যতের বিষয়ে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

অমিত জানিয়েছে, সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চায়। তার স্বপ্ন সত্যি করতে তাই এগিয়ে আসতে চাইছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement