Cobra

Cobra: গন্ধে গন্ধে ঢুকেছিল! বিয়ার খেতে গিয়ে ক্যানে মাথা আটকে গেল কোবরার, কী হল তার পর

সম্প্রতি নেটমাধ্যমে কালো গোখরোর জল খাওয়ার ছবি ভাইরাল হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

পুরী শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৮:১৮
Share:

ছবি সংগৃহীত।

সম্প্রতি নেটমাধ্যমে কালো গোখরোর জল খাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি নির্ভয়ে একটি কুচকুচে কালো গোখরোকে কাচের গ্লাসে জল পান করাচ্ছেন। এ বার আর জল না। মদ খেতে দেখা গেল একটি গোখরোকে।

রাস্তার ধারে ঝোপঝাড়ে একটি বিয়ারের ক্যান পড়ে ছিল। ক্যানটি খালি থাকলেও গন্ধ বেরোচ্ছিল। ওই মদের গন্ধেই ক্যানের ছোট্ট মুখ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল সাপটি। আর তাতে যা হওয়ার তাই হল...

Advertisement

বিয়ারের ক্যানেই আটকে গেল গোখরোর মাথা। কয়েক দিন আগেই এই দৃশ্য দেখা গিয়েছে ওড়িশার পুরী জেলার মাধিপুর গ্রামে। বিয়ারের ক্যানে মাথা আটকে ছটফট করতে থাকা সাপটি প্রথম জিতেন্দ্র মহাপাত্র নামে এক স্থানীয়ের নজরে আসে। এর পরই তিনি বনদফতরে খবর দেন। বনকর্মীরাই এসে সাপটিকে উদ্ধার করেন। ওই উদ্ধারের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে সাপ ধরার একটি যন্ত্র নিয়ে গোখরোটিকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন এক বনকর্মী। এর পর গোখরোটিকে একটি টেবিলের মধ্যে রেখে বিয়ারের ক্যানটিকে কাটতে শুরু করেন তিনি। যাতে শ্বাস নিতে পারে সাপটি। তার পর ধীরে ধীরে সাপটিকে বার করে আনা হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় গোখরোটিকে ক্যান থেকে বার করে আনা সম্ভব হয়। এর পর সাপটির চিকিৎসা করে সেটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement