হরিণ শাবককে দুধ খাওয়াচ্ছেন মহিলা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
মাতৃত্ব একটা ধর্ম। সেই ধর্মের কাছে ম্লান হয়ে যায় উচ্চ-নীচ, সভ্য-অসভ্য সমস্ত ভেদাভেদ। মাতৃত্ব যে কত বড় ধর্ম তা সম্প্রতি প্রমাণ করল নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাজস্থানের যোধপুরের বিষ্ণোই সম্প্রদায়ের এক মহিলাকে। ওই মহিলার কোলে বসে রয়েছে একটি হরিণ শাবক। আর ওই মহিলা নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন ওই হরিণ শাবকটিকে।
ছবিটি গত বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কুমার। সেই ছবি পোস্ট করে তিনি় লিখেছেন, ‘‘এ ভাবেই যোধপুরের বিষ্ণোই সম্প্রদায় প্রাণীদের যত্ন করে। এই ছোট্ট প্রাণীটি ওই মহিলার নিজের সন্তানের থেকে কম কিছু নয়।’’
এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। প্রাণীদের প্রতি এই সহৃদয়তায় মুগ্ধ নেটিজেনরা। মাতৃত্বের এই রূপ দেখে মোহিত নেটিজেনদের মুখে তাই একটাই কথা- ‘মায়ের ভালবাসার কোনও শেষ নেই।’
আরও পড়ুন: কর্তব্যরত ট্রাফিক পুলিশকে অপহরণ করে তিন মত্ত কী করল জানেন?
আরও পড়ুন: গরু চোর সন্দেহে বিহারে তিন জনকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা