Andhra Pradesh

সম্পত্তি নিয়ে বিবাদ, হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলেকে খুন করলেন বাবা

মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ১৩:০৬
Share:

ছেলেকে হাতুড়ি দিয়ে মারছে বাবা। ছবি টুইটার থেকে নেওয়া।

সম্পত্তি নিয়ে বিবাদ। তার জেরে নিজের ছেলেকে ঠাণ্ডা মাথায় খুন কর বাবা। মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ঘটনাটি সম্প্রতি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম বীরা রাজু। ৪০ বছরের ছেলেকে হত্যার পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

সিসিটিভি ফুটেজের ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির নীচে গাড়ি পার্কিংয়ের জায়গা। সেখানে বসে ছিলেন ওই ব্যক্তির ছেলে। অভিযুক্ত দাঁড়িয়ে ছিলেন ছেলের পিছনেই। তার পর হঠাৎ একটি হাতুড়ি দিয়ে ছেলের মাথায় মারেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিতে পড়লেন তার ছেলে। কিন্তু ওই ব্যক্তি থামেননি। হাতুড়ি দিয়ে তিনি মেরেই যান বেশ কিছুক্ষণ ধরে।

Advertisement

ঘটনা নিয়ে বিশাখাপত্তনম পশ্চিম থানার এক পুলিশ অফিসার বলেছেন, ‘‘সম্পত্তি নিয়ে উত্তপ্ত বাদানুবাদ হয় বাবা বীরা রাজুর সঙ্গে তাঁর ছেলে জালা রাজুর। তার পরই হাতুড়ি দিয়ে ছেলেকে মেরে খুন করে ফেলেন বীরা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যুর হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’

আরও পড়ুন: আরও কমল সংক্রমণ হার, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০০৭ জনের

আরও পড়ুন: শ্রীনগরে কনভয়ে জঙ্গি হানা, মৃত্যু ২ পুলিশকর্মীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement