প্রতীকী চিত্র।
যখন থেকে নতুন মোটর ভেহিকল আইন কার্যকর হয়েছে দেশ জুড়ে জরিমানা সংক্রান্ত একের পর এক খবর সামনে আসছে। কখনও গরুরগাড়িকে জরিমানা করে ঢোঁক গিলতে হচ্ছে পুলিশকে, কখনও আবার বিশাল অঙ্কের জরিমানা করা হচ্ছে। এবার বিহারে এক ব্যক্তি জরিমানার হাত থেকে বাঁচতে নতুন নাটক করলেন।
বাড়ি থেকে বাইক নিয়ে হেলমেট না পরেই বেরিয়ে পড়েছিলেন এক ব্যক্তি। বিহারের পুর্ণিয়ার রাস্তায় ট্রাফিক পুলিশের চোখে পড়ে যান। ব্যাস, তাঁকে আটকে জরিমানা করেন কর্তব্যরত পুলিশ কর্মী। কিন্তু জরিমানা দিতে রাজি হননি ওই ব্যক্তি।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত ওই পুলিশ অফিসার জানিয়েছেন, প্রথমে টালবাহানা করতে থাকেন ওই ব্যক্তি। বলেন তাঁর কাছে টাকা নেই, জরিমানা দিতে পারবেন না। সে সবে কোনও কাজ না হওয়ায় তাঁর দু’ হাজার টাকা জরিমানার চালান কাটা হয়।এরপর শুরু হয় আসল নাটক।
আরও পড়ুন : হেলমেট নেই, তবুও ফাইন করতে পারল না পুলিশ
আরও পড়ুন : মোটর ভেহিকল আইনে এবার গরুর গাড়িকে ধরানো হল জরিমানার রসিদ
এই কথা কাটাকাটি চলতে চলতেই হঠাত্ গায়ে পেট্রোল ঢেলে দেশলাই বের করে ফেলেন। বলতে থাকেন তাঁকে জরিমানা করলেই, গায়ে নিজের গায়ে আগুন দিয়ে দেবেন। এই ‘নাটক’ চলতে চলতেই এক পুলিশ কর্মী তাঁকে ধরে ফেলেন। হাত থেকে কেড়ে নেওয়া হয় দেশলাই। তুলে দেওয়া হয় পুলিশে।