Milk ATM

দুধের এটিএম, ২৪ ঘণ্টাই চালু ‘কাম ধেনু’

এই ‘কাম ধেনু’ দুধের এটিএমে টাকা ঢোকানোর একটি জায়গা করা হয়েছে। সেখানে ১০, ২০, ৩০, ৫০ এবং ১০০টাকা দিতে পারেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ১৭:৫০
Share:

কাম ধেনুর সামনে সুভাষ। ছবি: টুইটার থেকে নেওয়া।

এটিএম থেকে যেমন ২৪ ঘণ্টা টাকা পাওয়া যায়। জলের জন্যও কিছু জায়গায় এমন ব্যবস্থা চালু রয়েছে। এবার তেমনই মিলবে দুধ। সকাল-সন্ধ্যা বা মাঝ রাত যখনই কারও ইচ্ছে বা সময় হবে তখনই তিনি টাকা দিয়ে দুধ সংগ্রহ করতে পারবেন।

Advertisement

তেলাঙ্গানার মেটপল্লি শহরের জাক্কা সুভাষ নামের এক যুবক এই ব্যবস্থা চালু করেছেন। তিনি স্থানীয় এক বাজারে এই এটিএম বসিয়েছেন। যেখান থেকে এলাকাবাসী যখন খুশি দুধ নিতে পারছেন। আর এমন একটি ব্যবস্থার নাম দিয়েছেন ‘কাম ধেনু’।

এই ‘কাম ধেনু’ দুধের এটিএমে টাকা ঢোকানোর একটি জায়গা করা হয়েছে। সেখানে ১০, ২০, ৩০, ৫০ এবং ১০০টাকা দিতে পারেন। ধরা যাক, কেউ ১০ টাকার নোট বা কয়েন দিলেন এই এটিএমের ভিতরে। একটি স্ক্যানার সেটিকে স্ক্যান করে সিস্টেমকে জানাবে নির্দিষ্ট পরিমাণ দুধ দিতে। এখানে এক লিটার দুধের দাম ঠিক করা হয়েছে ৬০ টাকা। এই দুধের কিয়স্কে সর্বাধিক ৫০০ লিটার দুধ রাখার ব্যবস্থা রয়েছে।

Advertisement

আরও পড়ুন: পুজোয় ২০০ স্পেশাল ট্রেন, প্রস্তুতি শুরু রেলের

আরও পড়ুন: বয়স যৌন ইচ্ছা কমায় না মহিলাদের, বলছে নতুন সমীক্ষা

দিল্লির একটি সংস্থার মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে এই এটিএম তৈরি করা হয়েছে। এটি চালানোর জন্য যে সফ্টওয়্যার দরকার তা দিল্লির একটি কোম্পানির থেকে ৫০ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে। এই এটিএমের মধ্যেই একটি ফ্রিজারের ব্যবস্থা রয়েছে। যার সাহায্যে ৪৮ ঘণ্টা পর্যন্ত দুধ ভাল থাকবে। সুভাষের এই ‘কাম ধেনু’ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ লিটার দুধ বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। দুধ বিক্রেতা এবং ক্রেতা সবার থেকেই ভাল সাড়া পাচ্ছেন সুভাষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement