Viral

Viral: পেট চালাতে পাঁচ টাকায় পোহা বেচছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা, চোখে জল আসবে ভিডিয়ো দেখলে

নাগপুরের ভারতমাতা চকের কাছে পোহা বেচেন ৬৫ বছরের বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৭:০১
Share:

গত ১৫ বছর ধরে নাগপুরের রাস্তায় পোহা বেচে পেট চালাচ্ছেন ৬৫ বছরের বৃদ্ধা।

স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরার মতো আর কেউ ছিল না। সেই থেকেই শুরু। গত ১৫ বছর ধরে নাগপুরের রাস্তায় পোহা বেচে পেট চালাচ্ছেন ৬৫ বছরের বৃদ্ধা।

Advertisement

নাগপুরের ভারতমাতা চকের কাছে টিবি হাসপাতালের সামনে পোহা বেচেন ওই বৃদ্ধা। সম্প্রতি ধীর ও তাকির নামে দু’জন ফুড ব্লগার তাঁর দোকানে গিয়েছিলেন। দোকানে গিয়ে তাঁরা জানতে পারেন, মাত্র পাঁচ টাকায় পোহা বেচেন তিনি। শুধু তাই নয়, দাম অনুযায়ী পরিমাণও কম নয়!

Advertisement

একটি ভিডিয়োও নেটমাধ্যমে প্রকাশ করেছেন ওই দুই ফুড ব্লগার। তাঁরা জানান, প্রত্যেক দিন সকাল ৭টায় দোকান খোলেন ওই বৃদ্ধা। দোকান খোলা থাকে দুপুর ১২টা পর্যন্ত। ভিডিয়োর বিবরণীতে তাঁরা লেখেন, ‘‘একাই থাকেন উনি। পেট চালাতে পোহা বেচেন। স্বামীর মৃত্যুর পর গত ১৫ বছর ধরে এই কাজ করছেন উনি। ওঁকে সমর্থন করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement