জোট ভাঙতে অস্ত্র সাভারকর

নেমে পড়েছেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত। এত দিন শিবসেনা সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০২:০৮
Share:

ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রে সরকার গড়তে চাওয়া শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ‘জোট’-কে নেপথ্য চাপের পাশাপাশি প্রকাশ্য খোঁচা দিতেও ছাড়ছে না বিজেপি। দলের এক নেতা আজ বলেন, ‘‘এ বার কি বেড়ালেও মাছ খাবে না? শুনছি নাকি শিবসেনা হিন্দুত্ব ছাড়বে আর কংগ্রেস সংখ্যালঘু তোষণ?’’

Advertisement

নেমে পড়েছেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত। এত দিন শিবসেনা সাভারকরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছে। সে কথা স্মরণ করিয়ে রঞ্জিত বলেছেন, ‘‘আমি উদ্ধব ঠাকরেকে যতটা জানি, তিনি কখনওই হিন্দুত্ব ছাড়বেন না। ফলে ক্ষমতা ভোগের জন্য ‘বীর’ সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি থেকে সরবেন না। বরং হিন্দুত্ব নিয়ে কংগ্রেসের অবস্থান বদলানোর চেষ্টা করবেন।’’ কংগ্রেস নেতারা বুঝছেন, জোটে চিড় ধরাতে আড়াল থেকে বিজেপি এমন প্রচার চালাচ্ছে। তাই তাঁরা মনে করাচ্ছেন, মহারাষ্ট্রে সরকার চালানোর জন্য অভিন্ন কর্মসূচি তৈরি হচ্ছে। কংগ্রেসের প্রত্যাশা, শিবসেনা সেই কর্মসূচি মেনে চলবে। রাজনৈতিক শিবিরের মতে, বিজেপি প্রচার করবে যে, এখন সংখ্যালঘুদের শিক্ষায় সংরক্ষণ দেওয়ার ব্যাপারে কংগ্রেস-এনসিপির দাবি মেনে নিতে হবে শিবসেনাকে। সাভারকরের নাম নিতে পারবে না শিবসেনা। কংগ্রেস-এনসিপি নেতারাও নাথুরাম গডসেকে ‘গাঁধীর খুনি’ বলতে পারবেন না। প্রশ্ন হল, তেলে-জলে মিশ খাবে কি?

আরও পড়ুন: বিজেপি সরকারে আছে বলেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলে রায়, বললেন দলীয় সাংসদ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement