Tamil Nadu

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত তামিলনাড়ুর গ্রাম

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, কমপক্ষে ২৫টি মাছ ধরার নৌকা, দু’টি কাঁচা বাড়ি এবং দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাণ্ডব চালানো হয় আরও বেশ কয়েকটি কাঁচা বাড়ি এবং যানবাহনের উপরেও।

Advertisement

সংবাদ সংস্থা 

চেন্নাই শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০৩:৪৭
Share:

প্রতীকী ছবি

দুই ভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শনিবার গভীর রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল তামিলনাড়ুর কাড্ডালোরের একটি গ্রাম। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষের জেরে থাজ়ুঙ্গগাড়া নামে মৎস্যজীবীদের ওই গ্রামে প্রাণ হারিয়েছেন এক গ্রামবাসী। আহত হয়ে কাড্ডালোরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েক জন। এই ঘটনায় খুন এবং অশান্তি ছড়ানোর অভিযোগে কমপক্ষে ৫০ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, কমপক্ষে ২৫টি মাছ ধরার নৌকা, দু’টি কাঁচা বাড়ি এবং দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাণ্ডব চালানো হয় আরও বেশ কয়েকটি কাঁচা বাড়ি এবং যানবাহনের উপরেও। সেগুলোতেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় প্রশাসক মণ্ডলীর গতবারের নির্বাচনের পর থেকেই ওই দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সম্প্রতি এক স্থানীয় নেতার খুনের ঘটনা ওই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি আরও উস্কে দেয়। আপাতত কড়া পুলিশি প্রহরার মধ্যে রাখা হয়েছে গোটা গ্রামটিকে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement