ভারত-চিন যুদ্ধের সময়ে অরুণাচলের পশ্চিম কামেং জেলার গ্রামবাসীদের কাছ থেকে বাঙ্কার ও সেনা ঘাঁটি তৈরির জন্য জমি অধিগ্রহণ করে সেনাবাহিনী। দরিদ্র গ্রামবাসীরা পাহাড় জুড়ে থাকা তাঁদের জমি সেনাকে দিলেও বিনিময়ে কিছুই পাননি। ৫৬ বছর পরে, গত কাল জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩৮ কোটি টাকা পেলেন বমডিলার গ্রামবাসীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ক্ষতিপূরণের চেক তাঁদের হাতে তুলে দেন। প্রেম দোর্জি খিমরে ৬ কোটি ৩১ লক্ষ টাকা, ফুন্টসো খাওয়া ৬ কোটি ২১ লক্ষ টাকা ও খান্ডু গ্লো ৫ কোটি ৯৮ লক্ষ টাকা পেয়েছেন। স্থানীয় সাংসদ রিজিজুর উদ্যোগেই গ্রামবাসীরা এত বছর পরে ক্ষতিপূরণ পেলেন। ২০১৭ সালে ১৫২টি পরিবারকে সেনা ২১২ কোটি টাকা ক্ষতিপূরণ বিলি করেছে।