Coronavirus

দিল্লির কোয়রান্টিন সেন্টার থেকে পালিয়ে অন্ধ্রপ্রদেশ পৌঁছলেন লন্ডন ফেরত করোনা রোগী

করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিযে আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে সে দেশের বহু এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

বিজওয়াড়া শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১১:০৯
Share:

ডিসেম্বরের ২১ তারিখে তিনি লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে এসেছিলেন। সেখানেই করোনা পরীক্ষা করা হয় তাঁর। সেই পরীক্ষাতেই এই নতুন স্ট্রেনের অস্তিত্ব ধরা পড়ে। প্রতীকী ছবি

করোনা পজিটিভ হওয়ার পরেও লন্ডনফেরত এক মহিলা দিল্লি প্রশাসনের চোখে ধুলো দিয়ে চেপে বসেছিলেন অন্ধ্রপ্রদেশের ট্রেনে। শেষ পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া গেল অন্ধ্রের রাজামহেন্দ্রভরমে। সেখানে ছেলের সঙ্গে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ওই মহিলার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্রিটেনফেরত হওয়ায় পরীক্ষা করে দেখা হচ্ছে, মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন রয়েছে কি না।

Advertisement

ডিসেম্বর মাসের ২১ তারিখে তিনি লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে এসেছিলেন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁকে কোয়রেন্টিন সেন্টারে পাঠানো হয়েছিল। তারপর তিনি সেই কেন্দ্র থেকে পালিয়ে ছেলের সঙ্গে অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেসে উঠে বসেন।

সেই প্রেক্ষিতেই পূর্ব গোদাবরী প্রশাসনকে সতর্ক করে দিল্লি। সেখানে রাজামহেন্দ্রভরমের বাসিন্দার কথা উল্লেখ করা হয়। বুধবার পুলিশ ওই মহিলার সন্ধান পায়।

Advertisement

দেখা যায়, দিল্লি থেকে ট্রেনে তিনি যাত্রা করছেন। অন্ধ্রের রাজামহেন্দ্রভরমের সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আশঙ্কা করা হচ্ছে, ট্রেনে বেশ কিছু যাত্রীয় সংস্পর্শে ওই মহিলা এসেছিলেন। শুধু যাত্রী নয়, রেলকর্মী থেকে রেলের হকার, অনেকের সংস্পর্শেই তাঁর আসার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রশাসনের। সেই ট্রেনে ছিলেন ওই মহিলার ছেলেও।

আরও পড়ুন: সংক্রমণ ক্ষমতা আরও বেশি, ফের নয়া স্ট্রেনের খোঁজ মিলল ব্রিটেনে

আরও পড়ুন: ঘাটকাজ-ফেরত দুর্ঘটনা, মঞ্জু ভাবেননি বেঁচে ফিরতে পারবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement