Delhi Metro

প্রকাশ্যে স্বমেহন থেকে স্বল্পবাসে ‘দিল্লির উরফি’! যাত্রীদের ‘বিড়ম্বনা’ কমাতে ব্যবস্থা দিল্লি মেট্রোর

গত কয়েক মাসে অনেক কিছুই দেখে ফেলেছেন দিল্লি মেট্রোর যাত্রীরা। কখনও নামমাত্র পোশাক পরা সহযাত্রী। কখনও বা ভূতুড়ে গানে নেচে যাত্রীদের ভয় দেখিয়েছেন রিলস মগ্ন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৮:৪২
Share:

প্রতীকী ছবি।

যাত্রীদের বিড়ম্বনা কমাতে এ বার ময়দানে নামল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরেই দিল্লি মেট্রোয় কিছু যাত্রীর আচরণে অন্য যাত্রীরা অস্বস্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ দিল্লি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসার পর সতর্কবার্তাও জারি করেছিল তারা। কিন্তু তাতে কাজ হয়নি। বাধ্য হয়েই এ বার সরাসরি বিজ্ঞপ্তি জারি করল তারা।

Advertisement

গত কয়েক মাসে অনেক কিছুই দেখে ফেলেছেন দিল্লি মেট্রোর যাত্রীরা। কখনও নামমাত্র পোশাক পরা মহিলা সহযাত্রী উঠে বসেছেন পাশে। কখনও বা ভূতুড়ে গানে নেচে যাত্রীদের ভয় দেখিয়েছেন ইনস্টাগ্রামে রিলস রেকর্ড করতে মগ্ন তরুণী। আবার মেট্রোর ভিতরে ভিডিয়ো দেখতে দেখতে স্বমেহনে লিপ্ত এক তরুণকেও দেখেছেন দিল্লি মেট্রোর যাত্রীরা। এ নিয়ে ডিএমআরসি বার বার সচেতন করার পরও মেট্রো কোচের ভিতরে নানারকম অদ্ভুত পোশাকে ইনস্টাগ্রাম রিল বানানোর ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে। এর পরেই শুক্রবার টুইটারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমআরসি। ছোটদের ইংরেজি ছড়ার আদলে তাতে লেখা— ‘‘জনি জনি! ইয়েস পাপা? মেকিং রিলস ইন মেট্রো? নো পাপা!’’ এই বিজ্ঞপ্তির বিবরণে দিল্লি মেট্রো লিখেছে, ‘‘ওপেন ইয়োর ক্যামেরা, না না না!’’

মেট্রোয় রিল বানানো নিয়ে দিল্লি মেট্রোর এই বিজ্ঞপ্তি নজর কেড়েছে নেটাগরিকদের। তাদের মত, যাত্রীদের সতর্ক করার বিজ্ঞাপনে রসবোধের পরিচয় দিয়েছে দিল্লি মেট্রাে। তবে রসবোধের পাশাপাশি সতর্কতা বার্তাটিও স্পষ্ট করেই জানিয়েছে তারা। বিজ্ঞপ্তির নীচে সোজা সাপটা ভাষায় ডিএমআরসি জানিয়েছে, ‘‘এমন কোনও কাজ যা সাধারণ মেট্রো যাত্রীদের অস্বস্তিতে ফেলতে পারে, তা দিল্লি মেট্রোর ভিতরে কোনও মতেই করা যাবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement