Leopard Harassment in Madhya Pradesh

নিজস্বীর হিড়িক, পিঠে চড়ার চেষ্টা! মধ্যপ্রদেশে অসুস্থ চিতাবাঘকে নিয়ে ‘খেলা’ গ্রামবাসীদের

গ্রামবাসীদের চিতাবাঘটিকে ধরে হয়রানি করার সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োর জেরে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৫:১৮
Share:
Video of Leopard Harassing in Madhya Pradesh

অসুস্থ চিতাবাঘের পিঠে চড়ার চেষ্টা করছেন এক গ্রামবাসী। ছবি: এক্স।

অসুস্থ চিতাবাঘকে ঘিরে ধরে নিজস্বী তোলার হিড়িক, পিঠে চড়ার চেষ্টা! এমনই দৃশ্য দেখা গেল মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ইকলেরা গ্রামে। গ্রামবাসীদের চিতাবাঘটিকে ধরে হয়রানি করার সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োর জেরে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইকলেরা গ্রামের কয়েক জন বাসিন্দা অসুস্থ চিতাবাঘটিকে কাছের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেন। প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে পড়লেও চিতাবাঘের আচরণ দেখে বুঝে যান যে, সে অসুস্থ। এর পরই চিতাবাঘটিকে ঘিরে গ্রামবাসীরা নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে।

সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অসুস্থ চিতাবাঘটিকে ধরে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের মধ্যে কেউ কেউ আবার তার সামনে হুমড়়ি খেয়ে নিজস্বী তুলছেন। এক জনকে অসুস্থ প্রাণীটির পিঠে চড়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে সেই ভিডিয়োয়।

Advertisement

গ্রামবাসীদের মধ্যে থেকেই কেউ পুরো বিষয়টি নিয়ে বন বিভাগকে খবর দেন। শীঘ্রই, উজ্জয়িনী থেকে একটি উদ্ধারকারী দল ইকলেরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোপাল নিয়ে যায়। উজ্জয়িনীর বন বিভাগের আধিকারিক সন্তোষ শুক্ল জানিয়েছেন, যে চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছে, সেটির বয়স দু’বছর।

বনরক্ষী জিতেন্দ্র চৌহান জানান, চিতাবাঘটি বিভ্রান্ত হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তবে, চিতাবাঘটি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement