সংগৃহীত ছবি
মাস্ক পরা, বারেবারে হাত ধোয়া, স্যানিটাইজারের ব্যবহার, দূরত্ববিধি মেনে চলা করোনার বিরুদ্ধে প্রাথমিক ঢাল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অতিমারিতে আপনি দোকান, বাজার, অফিস যেখানেই যান, দেখতে পাবেন রাখা রয়েছে স্যানিটাইজারের বোতল বা স্বয়ংক্রিয় স্যানিটাইজার ডিসপেনসার।
তবে এক ব্যক্তিকে হাত স্যানিটাইজ করার কথা বলা হয়েছিল। ওই ব্যক্তি শুধুমাত্র তাঁর হাতেই স্যানিটাইজার লাগাননি, পা, মুখ ও মাথাতেও তেলের মতো লাগিয়েছেন। আর সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ওই ভিডিয়ো দেখে হাসি থামছে না নেটিজেনদের।
ভিডিয়োটি আইপিএস অফিসার রুপিন শর্মা দিয়ে টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “করোনা তাঁকে স্পর্শ করার সাহস পাবে না। তবে, কাকা আপনার মাস্ক নামিয়ে রাখা উচিত নয়।’’