SC on Executive Appointments

‘আদালত কেন সিবিআই ডিরেক্টর নিয়োগে জড়িত থাকবে’! বিতর্ক উস্কে দিলেন উপরাষ্ট্রপতি ধনখড়

এক আলোচনাসভায় ধনখড় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন সিবিআই ডিরেক্টরের মতো নির্বাহী নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত থাকবেন, তা পর্যালোচনা করার সময় এসেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৮
Share:
জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

সরকারি আধিকারিকের নিয়োগ প্রক্রিয়ার কেন বিচারবিভাগের ভূমিকা থাকবে, সে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সিবিআই প্রধান নিয়োগের প্যানেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

ভোপালের জাতীয় বিচারবিভাগীয় অ্যাকাডেমিতে শুক্রবার এক আলোচনাসভায় ধনখড় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন সিবিআই ডিরেক্টরের মতো নির্বাহী নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত থাকবেন, তা পর্যালোচনা করার সময় এসেছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বিচারবিভাগ কি সরকারি শীর্ষ আধিকারিকদের নিয়োগে শামিল হতে পারে?’’

প্রসঙ্গত, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত প্যানেল সিবিআই ডিরেক্টর নিয়োগ করে। কিন্তু ধনখড় সরাসরি সেই পদ্ধতি ‘গণতান্ত্রিক’ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের ভূমিকা ছেঁটে ফেলা হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারকে তিন সদস্যের একটি কমিটি বেছে নেবে। কমিটিতে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতি। কিন্তু আইন বদল করে মোদী সরকার স্থির করেছে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী ওই প্যানেলের সদস্য হবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement