Ayodhya

করোনা আবহে অযোধ্যায় রামের ‘বরযাত্রা’ বাতিল করল ভিএইচপি

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়েছে, অযোধ্যার সন্ত সমাজের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৬:৪২
Share:

করোনা আবহে অযোধ্যা— ফাইল চিত্র।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে অযোধ্যায় ‘রাম বারাত’ বাতিলের ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের মুখপাত্র শরদ শর্মা শনিবার এই ঘোষণা করে বলেন, ‘‘অযোধ্যার সন্ত সমাজের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

রাম-সীতার বিবাহবার্ষিকী উৎসব পালনের রেওয়াজ প্রাচীনকাল থেকেই রয়েছে অযোধ্যায়। প্রতি বছরই এই উৎসব উপলক্ষে রাম জন্মভূমি থেকে বরযাত্রীদের শোভাযাত্রা (বারাত) বার করেন রামভক্তেরা। সেই শোভাযাত্রা যায় নেপালের জনকপুরে রাম-সীতার বিবাহস্থলে।

শরদ জানিয়েছেন, করোনা আবহে ‘রাম বারাত’ বাতিল হলেও অযোধ্যায় এই উৎসব পালিত হবে। তিনি বলেন, ‘‘অযোধ্যাবাসী মাটির প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে, পতাকা উত্তোলন এবং পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে রাম-সীতার বিবাহ উৎসব পালন করবেন।’’

Advertisement

আরও পড়ুন: খেজুরি উত্তপ্ত, তৃণমূলের ৬ অফিস ভাঙচুর, ‘দখল’ নিল বিজেপি

অযোধ্যার জানকী মহল মন্দিরের পরিচালন পর্ষদের সদস্য আদিত্য সুলতানিয়া শনিবার বলেন, ‘‘প্রশাসনের নির্দেশিকা মেনে কোভিড বিধি অনুসরণ করে আমরা অযোধ্যায় ভগবান রামের বরযাত্রার আয়োজন করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে অযোধ্যা এলাকাতেই সেই শোভাযাত্রা সীমাবদ্ধ রাখা হবে।’’

আরও পড়ুন: জাল নোটের মামলায় এনামুলের বিরুদ্ধে চার্জশিট পেশ এনআইএ-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement