Cyclone Biparjoy

আরও শক্তিশালী হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আর কী কী জানাল মৌসম ভবন?

শুক্রবার সকালে গোয়া থেকে ৮৪০ কিমি দূরে রয়েছে ‘বিপর্যয়’। মুম্বই থেকে ঝড়ের দূরত্ব ৮৭০ কিমি। পোরবন্দর থেকে ৮৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১০:৩৪
Share:

—প্রতীকী ছবি।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে এই ঝড়। মৌসম ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

শুক্রবার সকালে গোয়া থেকে ৮৪০ কিমি দূরে রয়েছে ‘বিপর্যয়’। মুম্বই থেকে ঝড়ের দূরত্ব ৮৭০ কিমি। পোরবন্দর থেকে ৮৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। পাকিস্তানের করাচি থেকে ১১৭০ কিমি দূরে রয়েছে এই ঝড়। মৌসম ভবন জানিয়েছে, পরবর্তী ৩৬ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামী ২ দিন উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ঝড়। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানায়নি মৌসম ভবন।

Advertisement

ভারতে ঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। পোরবন্দরে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement