Haridwar

হরিদ্বারের কাছে কারখানায় বিষাক্ত গ্যাস-লিকের ঘটনায় অসুস্থ ছ’জন, ভর্তি করানো হল স্থানীয় হাসপাতালে

কোম্পানির এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান, কারখানায় গ্যাস লিক হয়ে শ্রমিকরা অসুস্থ হওয়ার পরেই তাঁদের দ্রুত কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫২
Share:

প্রতীকী ছবি।

উত্তরাখণ্ডের হরিদ্বারে বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন ছ’জন। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভগবানপুর শিল্পাঞ্চলের পুহানা নানহেরা অনন্তপুর গ্রামের কাছে একটি বেসরকারি কারখানায়।

Advertisement

সংস্থার এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানান, কারখানায় গ্যাস লিক হয়ে শ্রমিকরা অসুস্থ হওয়ার পরেই তাঁদের দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। ঘটনার উপযুক্ত তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় বিধায়ক মমতা রাকেশ এই প্রসঙ্গে জানান, শিল্পাঞ্চলের প্রতিটি শিল্প কারখানাকে সমস্ত রকম সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে।

Advertisement

প্রসঙ্গত, গত এক সপ্তাহে উত্তরাখণ্ডে এমন দু’টি ঘটনা ঘটল। মঙ্গলবারই সেই রাজ্যের রুদ্রপুরে বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ছাঁট লোহার কারবার করা কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের জন্যই মঙ্গলবারের বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনাটি ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement