জলে ভেসে যাওয়ার আগের মুহূর্তের ছবি।
হু হু করে জলের স্রোত বইছে রাস্তার উপর দিয়ে। স্রোতে আটকে পড়েছে যাত্রী-সহ তিনটে গাড়ি। না পারছে এগোতে, না পারছে পিছোতে। জল এতটাই যে গাড়ির দরজাও খোলা যাচ্ছে না। কোনওক্রমে গাড়ির জানলা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা। গাড়ি থেকে বেরনোর কয়েক মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে গেল গাড়ি! উত্তরাখণ্ডের হলদোয়ানি শহরে ঘটনা। এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধরা পড়েছে ওই ভিডিয়ো।
গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিপাত হচ্ছে উত্তরাখণ্ডে। রাজ্যের বেশ কিছু জায়গায় ভূমিধ্বস হয়েছে। সোমবারই হালদোয়ানিতেই একটি যাত্রী বোঝাই বাস আটকে পড়েছিল জলে। কোনওক্রমে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়। আর পরদিনই ফের এই ঘটনা।
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার উপর একটি সাদা রঙের হুন্ডাই স্যান্ট্রো, তার ঠিক পাশেই একটি ছোট লাল রঙের হুন্ডাই আই২০ গাড়ি এবং তার পাশে একটি অটোরিকশা আটকে পড়েছে স্রোতে। হঠাৎ রাস্তার উপর আসা স্রোতেই আটকে পড়ে গাড়িগুলি। গাড়িগুলির প্রায় অর্ধেক জলের নীচে ডুবে যায়। তিনটি গাড়ির ভিতরেই যাত্রী ছিলেন। তাঁদের কোনওক্রমে জানলা দিয়ে বার হতে দেখা গিয়েছে ভিডিয়োয়। বার হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমে দাঁড়িয়ে থাকা সাদা রঙের হুন্ডাই স্যান্ট্রো জলের তোড়ে ভেসে যায়। বার হতে দেরি হলে যাত্রীদের প্রাণহানি হতে পারত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: রামায়ণের সেই সীতাকে এখন কেমন দেখতে জানেন?