পুলকিত আরিয়া।
১৯ বছরের তরুণীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরাখণ্ডের এক বিজেপি নেতার ছেলে। পদ্মনেতা বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়ার বিরুদ্ধে তাঁর নিজের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারিকে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, পুলকিত এবং তাঁর দুই সহযোগী খুনের কথা কবুল করার পরেই শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিতা গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার তদন্তে নেমেই পুলকিত, তাঁর ভানানতারা রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর ও সহকারী অঙ্কিত গুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে তাঁরা তদন্তকারীদের কাছে স্বীকার করেন, তাঁরাই অঙ্কিতাকে খুন করে দেহ খালে ভাসিয়ে দিয়েছেন। এর পরেই গ্রেফতার করা হয় তিন জনকে। সংবাদ সংস্থা পিটিআইকে অতিরিক্ত এসপি শেখরচন্দ্র সুয়াল বলেন, ‘‘ওঁরা খুনের কথা স্বীকার করেছেন। এ-ও জানান, অঙ্কিতার দেহ তাঁরা পাউরির চিলা খালে ভাসিয়ে দিয়েছেন।’’
যদিও পুলিশ সূত্রে খবর, অঙ্কিতার দেহ এখনও উদ্ধার হয়নি। সূত্রের আরও দাবি, অঙ্কিতাকে যৌনপেশার জালে জড়ানোর চেষ্টা করা হয়। রাজি না-হওয়ায় তাঁকে খুন করা হয়েছে।
প্রসঙ্গত, বিনোদ হরিদ্বারের বিজেপি নেতা। এক সময় উত্তরাখণ্ডের মাটি কলা বোর্ডের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। দলীয় সূত্রে দাবি, বর্তমানে কোনও সরকারি পদে না থাকলেও এক জন ক্যাবিনেট মন্ত্রীর মতোই রাজ্যে তাঁর দাপট রয়েছে।