প্রতীকী ছবি।
গুজরাত, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং রাজস্থানের পর এ বার উত্তরাখণ্ডও ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারি হিসেবে ঘোষণা করল।
বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস-এর সংক্রমণ বাড়তে থাকায় গত ২০ মে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সঙ্গে এই রোগকে মহামারি আইনের অধীনে আনার জন্য রাজ্যগুলিকেও বলেছে তারা।
উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব পঙ্কজ কুমার পাণ্ডে শনিবার জনিয়েছেন, রাজ্যে এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা মেনেই ১৮৯৭ সালের মহামারি আইনের অধীনে আনা হয়েছে এই রোগকে।
শনিবার পর্যন্ত রাজ্যে ৬৪ জনের সংক্রমণের খবর সামনে এসেছে। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাণ্ডে বলেন, “কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরই এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এটা খুব উদ্বেগের বিষয়।”
এই রোগের চিকিৎসার জন্য অ্যাম্ফোটেরিসিন বি ওষুধের সরবরাহ যাতে অব্যাহত থাকে, তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকাও তৈরি করেছে উত্তরাখণ্ড সরকার। গোটা বিষয়টি দেখার জন্য দু’জন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব।