উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী। ছবি: টুইটার থেকে নেওয়া।
মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয়! প্রথমে তারা ওই মোবাইলের সাহায্যে ছেলেদের সঙ্গে ভাব জমায়। তারপর বাড়ি থেকে পালায়! বুধবার এমনই বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারীর মুখে। আলিগড়ে আয়োজিত সরকারি মহিলা জনশুনানি কর্মসূচিতে তাঁর এমন মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে নেটমাধ্যমে।
মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ওই জনশুনানিতে ধর্ষণের ঘটনা বাড়ার কারণ হিসেবেও মোবাইল বিশেষত স্মার্টফোনের প্রতি মেয়েদের অতিরিক্ত আসক্তিকে দায়ী করেছেন মীনা। মেয়েকে মোবাইল থেকে দূরে রাখার জন্য বাবা-মায়েদের কাছে আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে মায়েদের প্রতি তাঁর পরামর্শ, ‘‘মেয়ের উপর নিয়মিত নজরদারি করুন। সে বিপথে যাচ্ছে কি না তা জানার চেষ্টা করুন।’’
নেটমাধ্যমে বিতর্কের জেরে মীনা মন্তব্যের দায় অস্বীকার করেছে যোগী আদিত্যনাথের রাজ্যের মহিলা কমিশন। সংস্থার ভাইস চেয়ারপার্সন অঞ্জু চৌধুরী। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘এমন মন্তব্য অযৌক্তিক।’’ অন্যদিকে মীনার সফাই, ‘‘গ্রামের নাবালিকাদের হাতে হাতে এখন স্মার্টফোন। কিন্তু তাদের অধিকাংশই তার সঠিক ব্যবহার জানে না। ফলে বিপথগামী হওয়ার নানা ঘটনা ঘটছে।’’