Rahul Gandhi

পাণ্ডবরা বোনকে চুমু খেতেন? প্রিয়ঙ্কাকে রাহুলের চুম্বন নিয়ে আক্রমণ যোগীর মন্ত্রীর!

আরএসএসকে ‘২১ শতকের কৌরব’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। তার পাল্টা আক্রমণে যোগী সরকারের মন্ত্রী দীনেশের মন্তব্য, ‘‘রাহুল গান্ধী আরএসএসকে কৌরব বলছেন। অর্থাৎ, নিজেকে তিনি পাণ্ডব বলছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ২৩:০২
Share:

দু’বছরের ছোট বোন প্রিয়ঙ্কাকে দাদার এই স্নেহচুম্বনের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাই নিয়ে কটাক্ষ ছুড়লেন বিজেপি নেতা। ছবি: পিটিআই।

এক দিন আগে ‘ভারত জোড়ো যাত্রা’য় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গিয়েছিলেন কুরুক্ষেত্রে। আর মঙ্গলবার রাহুলকে মহাভারতের উদাহরণ টেনে বেনজির কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশপ্রতাপ সিংহ। বোন প্রিয়ঙ্কাকে রাহুলের স্নেহচুম্বন করা নিয়ে বিজেপি নেতার মন্তব্য, ‘‘পাণ্ডবরা কি বোনকে চুমু খেতেন?’’

Advertisement

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কে ‘২১ শতকের কৌরব’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। তার পাল্টা আক্রমণে যোগী সরকারের মন্ত্রী দীনেশের মন্তব্য, ‘‘রাহুল গান্ধী আরএসএসকে কৌরব বলছেন। অর্থাৎ, নিজেকে তিনি পাণ্ডব বলে বোঝাতে চাইছেন। যদি তাই হন, কোন পাণ্ডব সর্বসমক্ষে ৫০ বছর বয়সে বোনকে চুম্বন করতেন?’’

এখানেই থামেননি ওই বিজেপি মন্ত্রী। বলেন, ‘‘এটা ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি এমন কিছু করার অনুমতি দেয় না।’’ আরএসএসকে নিয়ে রাহুলের মন্তব্য প্রসঙ্গে দীনেশের সংযুক্তি, ‘‘আরএসএস প্রচারকরা শপথ নেন অবিবাহিত থাকবেন। লোভ থেকে দূরে থাকবেন। শুধু দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন।’’

Advertisement

দিন সাতেক আগে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় ধরা পড়ে একটি মিষ্টি ছবি। বছর দুইয়ের ছোট বোন প্রিয়ঙ্কার গালে-কপালে স্নেহচুম্বন এঁকে দিয়েছিলেন দাদা রাহুল। সমাজমাধ্যমে ভাইরাল হয় সেই ছবি এবং ভিডিয়ো। ওই নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী।

রাহুলের পাশাপাশি সনিয়া গান্ধীকেও আক্রমণ করেন বিজেপি নেতা। তাঁর কথায়, ‘‘সনিয়া গান্ধী কি বলতে পারেন যে তিনি বিদেশী নন? কংগ্রেসের কোনও নেতা বলতে পারেন যে সনিয়া বিদেশী নন? এক জন বিদেশী হওয়ায় তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত হতে হয়েছে। ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা পেতে আমরা অনেক সংগ্রাম করেছি। তাই আমরা ভারতীয়রা আর কোনও বিদেশীকে শাসক হিসেবে মেনে নেব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement